ফরিদপুরে মেডিকেল ছাত্রদের উদ্যোগে খাদ্য সহায়তা

বিশেষ প্রতিনিধি, ফরিদপুর
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২০, ১৭:৪১
অ- অ+

ফরিদপুর মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (এমডিএসএএফ) উদ্যোগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া সদর উপজেলার ৫০টি পরিবারকে খাদ্য সামগ্রী তাদের বাড়িতে পৌছে দিয়েছেন সংগঠনটির কর্মীরা। রবিবার দুপুর সাড়ে ১২টায় ঈশান গোপালপুর ইউনিয়নের অন্তর্গত চাঁদপুরের ফতেহপুর গ্রামের ও কৈজুরী ইউনিয়নের মঙ্গলকোট এলাকায় এ খাদ্য সহায়তা দেয়া হয়।

প্রত্যেক পরিবারকে চার কেজি চাল, আধা কেজি ডাল, এক লিটার তেল, আধা কেজি চিড়া, আধা কেজি পেঁয়াজ, এক কেজি আলু, লবন ও একটি সাবানের প্যাকেট দেয়া হয়।

এ সময় ফতেহপুর গ্রামের খাদ্য সহায়তা পাওয়া এক বয়স্ক ব্যক্তি বলেন, দীর্ঘ দিন যাবৎ বাড়ি থেকে বের হতে পারছি না। কোনো আয় রোজগার নেই, আমাদের বেঁচে থাকাই মুশকিল হয়ে পড়েছে। এই সাহায্যে কয়েকটা দিন হয়তো চলে যাবে। কিন্তু তারপরে কী করবো? তাছাড়া আমাদের ইউনিয়নের চেয়ারম্যান মেম্বাররাও কোনো খোঁজ নেয় না। রোজগার বন্ধ হওয়াতে দিশেহারা আমরা।

খাদ্য বিতরণকালে সংগঠনের সাধারণ সম্পাদক তানভীর রহমান প্রান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক কেএম তানভীর, এনামুল হাসান, কার্যকরী সদস্য অভ্র তূর্য গুহ, ইশমাম ছোয়াদ অর্নব উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিয়ের জন্য চাপ দেওয়ায় নিজের গোপনাঙ্গ কেটে ফেললেন যুবক!
মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল হক 
লাশ নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল দুজনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা