লকডাউনে ফাঁকা রাস্তায় পেঙ্গুইন (ভিডিও)

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২০, ১০:৩০
অ- অ+

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বব্যাপী চলছে লকডাউন। মানুষ হোম কোয়ারেন্টিনে আছেন। রাস্তা-ঘাট ফাঁকা। এই সময়ে প্রকৃতির আপন খেয়ালে বন্য প্রাণীরা অবাধ চলাফেরা করছে। এমন সব রোজ গণমাধ্যমে পাওয়া যাচ্ছে। এবার দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপ ডাউনে ফাঁকা রাস্তায় চলে এলো পেঙ্গুইন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ফাঁকা রাস্তায় পেঙ্গুইনের ওই ভিডিওটি শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (এএফএস) অফিসার সুসান্ত নন্দ। টুইটারে শেয়ার করে ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মানুষের খোঁজে পেঙ্গুইন অকল্যান্ডের সড়কে’। ভিডিওটি শেয়ার করার পর তার ফলোয়াররা ভুল শুধরে দেন। তারা কমেন্টে লেখেন, ওটা অকল্যান্ড নয় দক্ষিণ আফ্রিকার কেপ টাউন শহর’।

ভিডিওর ক্যাপশন যাই হোক, ঘটনা যে সত্য তাতে ভুল নেই। ২৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে তিনটি পেঙ্গুইন প্রধান সড়ক পার হয়ে মানুষের বসতির দিকে এগিয়ে যাচ্ছে।

সমুদ্রের নোনা জল ছেড়ে সড়কে পেঙ্গুইন এর আগে কেউ দেখেনি। তাই ভিডিওতে অনেকেরই পছন্দ হয়েছে। আর তাতেই ভাইরাল হয়।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চিত্রনায়ক জসীমপুত্র রাতুলের অকালমৃত্যু
উত্তরায় বিমান দুর্ঘটনা: বিদেশি চিকিৎসকদের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা
ইসির ৭১ কর্মকর্তাকে বদলি
সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার চারজনকে সাতদিনের রিমান্ডে পেল পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা