স্বামীর সংস্পর্শে এসে স্ত্রীরও করোনা

বগুড়ায় আরো একজন করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ৩৫ বছর বয়সী একজন নারী। তার বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার হেলথ কমপ্লেক্সের পাশে। বুধবার রাত ৯টায় ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সোনাতলায় এ নিয়ে তিনজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলো। আর বগুড়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১৮ জন।
ডেপুটি সিভিল সার্জন মুস্তাফিজুর রহমান জানান, বুধবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ল্যাব থেকে ১৮৮ জনের ফলাফল পেয়েছি। এর মধ্যে ১৮২ জনের ফলাফল নেগেটিভ এসেছে। বাকি চারজনের মধ্যে একজনের বাড়ি বগুড়ার সোনাতলায় আর তিনজনের জয়পুরহাটে। তবে সোনাতলায় আক্রান্ত নারীর স্বামীর শরীরে গত ২২ এপ্রিল করোনাভাইরাস শনাক্ত করা হয়। স্বামীর সংস্পর্শে এসেই তিনি আক্রান্ত হয়েছেন।
(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এলএ)

মন্তব্য করুন