মাগুরায় কৃষকের ধান কেটে দিয়েছে স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রদল

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২০, ১৯:৩৭

মাগুরায় কৃষকদের ধান কাটা শ্রমিক সংকটের এই বিপদের সময় তাদের পাশে দাঁড়িয়েছে জেলা স্বেচ্ছাসেবকলীগ ও জেলা ছাত্রদল। বৃহস্পতিবার সকালে সদর ও শালিখা উপজেলার কৃষকদের ক্ষেতের ধান কেটে দিয়েছেন এ দুই সংগঠনের নেতারা।

জানা গেছে, উপজেলার কাশিনাথপুর গ্রামের দরিদ্র কৃষক সামসুজ্জোহার দশ কাঠা জমির ধান কেটে তার বাড়ি পৌঁছে দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা।

স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শেখ সালাউদ্দিনের নেতৃত্বে ধান কাটায় অংশ নেন যুগ্ম আহ্বায়ক রিয়াজুল হাসান, জামির হোসেন, জিয়াউদ্দিন মৃধা, নওশাদ জংসহ অন্যরা। ধান কাটা শেষে তারা সেখানকার কৃষকদের মাঝে খাদ্যসামগ্রীও বিতরণ করেন।

অন্যদিকে, শালিখা উপজেলার কৃষকদের এক একর জমির ধান কেটে দিয়েছেন জেলা ছাত্রদলের নেতারা।

জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী জানান, করোনা পরিস্থিতিতে অর্থের অভাবে গরীব কৃষকেরা তাদের ধান কাটতে পারছেন না। এসব কৃষকদের ধান কাটার কাজে সহযোগীতা করতে জেলা ছাত্রদলের ৩০ জন নেতাকর্মী নিয়ে একটি টিম গঠন করা হয়েছে। তারা উপজেলার তালখড়ি ইউনিয়নের গোয়ালখালী গ্রামের সবুজ মোল্লার ৭০ শতাংশ, বাবু মোল্লা ও এনামুল হকের ৩০ শতাংশ জমির ধানসহ মোট এক একর জমির ধান কেটে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছেন।

তিনি আরও জানান, অর্থাভাবে যারা ধান কাটতে পারছেনা তারা ছাত্রদলের সঙ্গে যোগাযোগ করলে তাদের সহযোগিতা করা হবে।

ঢাকাটাইমস/৩০এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :