মৃগী রোগি ছিলেন উমর!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ মে ২০২০, ১৪:১৩ | প্রকাশিত : ০২ মে ২০২০, ১৩:৪১

পিএসএল (পাকিস্তান সুপার লিগ) শুরু হবার আগে দুই দফা ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পান পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান উমর আকমল। দুই দফাতেই ম্যাচ ফিক্সিং করতে সম্মত হননি উমর। তবে নিয়ম অনুযায়ী সেটা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর দুর্নীতি দমন ইউনিটকে জানাননি তিনি। কোড অব কন্ডাক্ট ভঙ্গ করা উমর আকমলকে ৩ বছরের জন্য নিষিদ্ধ করেছে পিসিবি।

এই খবর পুরাতন হবার পথে। তবে উমর আকমলের এক অজানা ইস্যু সামনে আনলেন পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। নাজাম শেঠির মতে উমর আকমল ছিলেন একজন মৃগী রোগী। শেঠি তাকে চিকিৎসা নেবার পরামর্শ দিলেও সেটা গ্রহণ করেননি আকমল।

পাকিস্তানের স্থানীয় এক টিভি চ্যানেলকে নাজাম শেঠি বলেন,‘ডাক্তারের দেওয়া রিপোর্ট থেকে আমরা নিশ্চিত হয়েছিলাম যে, তার (উমর আকমল) মৃগী রোগ আছে। এবং এটা জানার পর ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে আমরা তাকে ফিরিয়ে আনি। তার সঙ্গে আমার যখন দেখা হয়েছিল, আমি তার সঙ্গে কথা বলেছিলাম। তাকে বলেছিলাম যে, এটি গুরুতর সমস্যা। খেলা থেকে তার বিরতি নেওয়া দরকার এবং এই রোগের জন্য ডাক্তারের পরামর্শ মেনে চিকিৎসা নেওয়া উচিৎ। কিন্তু সে এটা মানতে রাজি ছিল না। সে এটা মেনে নেবার মত অবস্থাতেই ছিল না।’

পরে আর এই ব্যাপারে নাজাম শেঠি হস্তক্ষেপ করেননি, ‘পরবর্তীতে মেডিকেল রিপোর্টটি আমি নির্বাচকদের কাছে পাঠাই এবং সিদ্ধান্ত নেওয়াটা তাদের ওপরই ছেড়ে দেই। কারণ, আমি নিজে তাদের কাজে হস্তক্ষেপ করতে চাইনি। এমনিতে আমি তাকে দুই মাসের জন্য মাঠের বাইরে রেখেছিলাম।’

নাজাম শেঠি উমর আকমলের এই রোগের কথা সামনে আনার পাশাপাশি তার শৃঙ্খলাজনিত সমস্যার কথাও সামনে আনেন। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব পালন করা নাজাম শেঠি বলেন, ‘উমর আকমল নিজের জন্য খেলত, সে দলের জন্য খেলত না। সে খুবই আত্মকেন্দ্রিক একজন ক্রিকেটার। সে দলের নিয়মশৃঙ্খলা নিয়ে বড্ড উদাসীন ছিল, কখনোই সে এটার প্রতি শ্রদ্ধাশীল ছিল না। তার জন্য এমন নিষেধাজ্ঞা অনুমিতই ছিল। আমার ভয় হচ্ছে হয়তো সে আর মাঠে ফেরার মত অবস্থায় থাকবে না (নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে)।’

২৯ বছর বয়সী উমর আকমল পাকিস্তানের হয়ে ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি খেলেছেন। ৫৮৮৭ আন্তর্জাতিক রানের মালিক উমর আকমল পাকিস্তানের হয়ে সর্বশেষ খেলেছেন ২০১৯ সালের মার্চে, ওয়ানডে ফরম্যাটে।

(ঢাকাটাইমস/০২ মে/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :