শ্রমিক শোষণ আর থামে না!

১৩৪ তম শ্রমিক দিবস। ১৮৮৬ সালের এই পহেলা মে তারিখেই ৮ ঘন্টা কর্মঘন্টা নির্ধারণের দাবিতে আমেরিকার শিকাগো শহরকে উত্তপ্ত করেছিলো শ্রমিকরা। রক্ত দানের মধ্য দিয়ে শ্রমিকরা সেদিন তাদের দাবি আদায় করে নিয়েছিলো।
এরপর থেকেই দিনটি গোটা পৃথিবীতে শ্রমিক, মেহনতি মানুষের অধিকার আদায়ের দিন হিসেবেই পালিত হয়। দিনটির ১৩৪ বছর অতিবাহিত হয়ে যাবার পরও আমরা দেখতে পাই একই দাবিতে এখনো শ্রমিকরা সংগ্রামরত।
বরংচ শ্রমিকদের সাথে পূর্বের চেয়েও বেশি পাশবিকতার প্রমাণ বর্তমানে লক্ষ্য করা যায়। ভবন ধ্বসিয়ে কিংবা আগুনে পুড়িয়ে শ্রমিক হত্যা সেই পাশবিকতারই সর্বোচ্চ রূপ।
পুরো পৃথিবী আজ এক ভয়ানক সংকটের মধ্যে বিদ্যমান। এখানে সবচেয়ে বেশি সমস্যা মোকাবিলা করতে হচ্ছে এদেশের নিন্ম আয়ের কর্মজীবি, মেহনতি মানুষকে।
যেখানে কথা ছিলো এই করোনাকালীন সময়ে শ্রমিকদের যথাযথ পাওনাদি মিটিয়ে দিয়ে তাদের স্বাস্থ্যগত দিককে সবচাইতে বেশি মনোযোগ দেওয়া।
সেখানে আমরা দেখলাম নারায়ণগঞ্জ, আশুলিয়া, গাজিপুরসহ নানান শ্রমিক অঞ্চলগুলোতে এখনো শ্রমিকরা তাদের বকেয়া বেতন আদায়ের দাবিতে আন্দোলন করে যাচ্ছি। কি ছিঃ না ধিক কোন শব্দ ব্যবহার করব?
লেখক : অভিনয়শিল্পী
ঢাকাটাইমস/২মে/এসকেএস

মন্তব্য করুন