মৌসুমীর নামে আইডি খুলে টাকা দাবি

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ০৬ মে ২০২০, ১৫:২৬
অ- অ+

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর নামে একাধিক ফেইক আইডি। সেসব আইডি থেকে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করে টাকা চাওয়া সহ নানা ধরনের প্রতারণা করা হচ্ছে। সেরকম কয়েকটি ফেইক আইডির স্ক্রিন শট নিজের ফেসবুকে শেয়ার করে বিষয়টি সম্পর্কে জানিয়েছেন মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানি। আইডিগুলোর কোনোটাই মৌসুমীর নয় বলে তিনি জানান।

ওমর সানি দাবি করেন, মৌসুমীর ভাবমূর্তি নষ্ট করতেই এমনটা করা হচ্ছে। তার কথায়, ‘আপনারা আমার আইডিতে যে স্থিরচিত্রগুলো দেখতে পাচ্ছেন এরকম আরও অনেক আছে। এগুলো একটাও মৌসুমীর আইডি নয়, পেজ নয়, অসংখ্য কমপ্লেইন আমার কাছে দিচ্ছে। এসব আইডি থেকে টাকা চাওয়া হচ্ছে, বাজে মন্তব্য করা হচ্ছে। এতে মৌসুমীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই যে যা করবেন নিজ দায়িত্বে করবেন। ধন্যবাদ সবাই ভালো থাকবেন, বাসায় থাকবেন।’

অন্যদিকে, বিষয়টি নিয়ে মৌসুমীও একই কথা জানান। প্রিয়দর্শিণী বলেন, ‘এটা খুবই খারাপ কাজ। কারা যেন আমার নামে ফেইক অ্যাকাউন্ট খূলে করোনাভাইরাসের তহবলি গঠনের নাম করে অনেকের কাছে টাকা দাবি করছেন। যারা এমনটি করছেন তারা খুবই অন্যায় করছেন।’ এ বিষয়ে পুলিশের সাইবার ক্রাইম বিভাগের সঙ্গে কথা হয়েছে বলেও জানান নায়িকা।

ঢাকাটাইমস/৬মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক কার্গো এলএনজি, ৭০ হাজার টন সার কিনবে সরকার
অবৈধ লেনদেনের অভিযোগে চবির ডেপুটি রেজিস্ট্রার বরখাস্ত
প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে মাঠপর্যায়ে পর্যবেক্ষণ ও তথ্য নিচ্ছে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্ট
আওয়ামী ঘনিষ্ঠ ৪৪ আমলা-কর্মকর্তার তালিকা প্রকাশ করলো জুলাই ঐক্য
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা