চা শ্রমিকদের প্রতি নজর দিন

আলতাফ পারভেজ
 | প্রকাশিত : ০৭ মে ২০২০, ১৪:২০

বলা হচ্ছে, ‘জেলা লক-ডাউন’। কিন্তু শ্রমিকদের দল বেঁধে কাজ করে যেতে হচ্ছে। এর মাঝে আবার শ্রমিক-কর্মচারিদের মজুরি এবং বেতনও বন্ধ। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কালিটি চা-বাগানের দৃশ্যটি এরকমই।

এই জেলার সকল বাগানেই এমুহূর্তে কাজ চলছে। এর মাঝে ‘কালিটি’র অবস্থা বিশেষভাবে আলোচনায় এসেছে। কারণ এখানে শ্রমিকদের মজুরি নেই ১২ সপ্তাহ হলো। ‘স্টাফদের বেতন বাকি আরও দীর্ঘসময়।

প্রায় এগারো শ’ একরের এই বাগানে পাঁচ শ’র বেশি শ্রমিক আছে। পরিবারের সদস্য মিলে আড়াই-তিন হাজার মানুষ। জেলা ও উপজেলা লক-ডাউন হওয়ায় এরা কেউ বাইরেও কাজের সন্ধানেও যেতে পারছে না।

সকালে ফোনে বাগানের দু’জনের কাছে জানলাম, বাইরের এলাকায় মানুষ ভয়ে কাজ দেওয়া তো দূরের কথা ‘বাড়িতেই উঠতে দিচ্ছে না।’

চা-শিল্প বাংলাদেশের গৌরবময় ‘প্রবৃদ্ধি’র অন্যতম স্তম্ভ! কিন্তু কালিটিতে ক্ষুধার্ত শ্রমিক পরিবারগুলো বাগানের চৌহদ্দিতে মজুরি ও খাবারের দাবিতে মিছিল-মিটিং করছে নিয়মিত।

অনেক পত্রপত্রিকায়ও এসেছি বিষয়টি। কিন্তু বাগান মালিককে কোন জবাবদিহি করতে হচ্ছে না এখনও। কোনো তরফ থেকে সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেই।

মূলত সীমিত কিছু ত্রাণের ওপর বাগানের মানুষগুলো বেঁচে আছে এখন। কতদিন এভাবে চলবে জানে না তারা। এখানে কোনো চিকিৎসা কাঠামোও নেই।

লেখক: গবেষক

ঢাকাটাইমস/৭মে/এসকেএস

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :