ক্যাটরিনা কাইফে মগ্ন চাহাল!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২০, ০৯:২২
অ- অ+

তাঁর অধিনায়ক বহু আগেই ‘জোকার’ তকমা দিয়েছিলেন। কোন ক্রিকেটারের কী মনপসন্দ, কীসে অরুচি- এক নিমেষে সবই খবরে চলে আসে। সৌজন্যে চাহাল টিভি। সেই যুজবেন্দ্র চাহাল এবার বলিউডের সুন্দরী অভিনেত্রী ক্যাটরিনা কাইফে মগ্ন!

রবিবার ভক্তদের সঙ্গে ইনস্টাগ্রামে একটি লাইভ চ্যাটে হাজির হয়েছিলেন ক্যাট সুন্দরী। ভক্তরা চ্যাট বক্সে একের পর এক কমেন্ট করেই চলেছিলেন অভিনেত্রীকে। এমনই সময়ে হুট করেই একজন লিখে বসেন, ‘হাই ক্যাটরিনা ম্যাম!’ আর তারপরই নেটিজেনের চক্ষু চড়কগাছ। এ আবার কে?

হ্যাঁ! সেই ‘হাই ক্যাটরিনা ম্যাম!’ লেখা ব্যক্তিটি যুজবেন্দ্র চাহাল। এরকম প্রায়শই ক্রিকেটারদের লাইভ ভিডিও চ্যাট সেশনে উড়ে এসে জুড়ে বসতে দেখা যা চাহালকে। সেই চাহাল এবার ক্রিকেটের চৌহদ্দি পেরিয়ে ঢুকে পড়লেন সোজা বলি পাড়ায়। যদিও ক্যাটরিনার তরফে কোনও উত্তর আসেনি।

কোভিড-১৯ সংক্রমণকালে সমস্ত ধরনের খেলা বন্ধ। এমনই আবহে ক্রিকেটাররা রোজই হাজির হচ্ছেন নানান সোশ্যাল মাধ্যমে ভিডিও চ্যাটে। আর ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালের তো কোনও কথাই নেই। সর্বক্ষণই তিনি ব্যস্ত সোশ্যাল মিডিয়ায়। কখনও টিকটক ভিডিও, কখনও আবার চাহাল টিভির লাইভ সম্প্রচার।

(ঢাকাটাইমস/১৩ মে/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্ট্যান্ডার্ড ব্যাংক ও ন্যাশনাল পেনশন অথরিটির মধ্যে সমঝোতা স্মারক
জামায়াতে ইসলামীর সমাবেশে প্রথম পর্বে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সোহরাওয়ার্দী উদ্যানে জনসমুদ্র
ভ্যাপসা গরম ও ভিড়ের কারণে রমনা পার্কেও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা
প্রেম এক অনিঃশেষ অনুভুতির নাম: এম এম মাহবুব হাসান-এর ‘প্রথম প্রেমের স্পর্শ’ নিয়ে এক শিহরিত শিল্প-ভ্রমণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা