বাছাইপর্ব স্থগিত হওয়ায় স্বস্তিতে রুমানা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০২০, ০৮:৫১| আপডেট : ১৪ মে ২০২০, ০৯:০৫
অ- অ+

প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে নারীদের ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব স্থগিত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ।

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব ৩ থেকে ১৯ জুলাই শ্রীলংকায় অনুষ্ঠিত হবার কথা ছিল। বাছাই পর্ব থেকে সেরা তিনটি দল আগামী বছর নিউজিল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেত।

বাছাই পর্বের বাঁধা পেরোতে পারলেই আগামী বছর নারী বিশ্বকাপের মূল পর্বের খেলার সুযোগ পেত বাংলাদেশ। কিন্তু করোনার প্রভাবে স্থগিত হয়ে গেল নারী বিশ্বকাপের বাছাই পর্ব।

তবে প্রতিযোগিতা পিছিয়ে যাওয়ায় যাওয়ায় নিজেদের প্রস্তুতির ভালো সুযোগ দেখছেন রুমানা। তিনি বলেন, ‘নির্ধারিত সময়ে বিশ্বকাপ শুরু হলে, আমরা সমস্যায় পড়ে যেতাম। কারন টুর্নামেন্ট নিয়ে আমাদের কোন ভালো অনুশীলন হয়নি। আইসিসির টুর্নামেন্টটি স্থগিত হয়েছে, এটি ভালো হয়েছে। এখন অনুশীলনের জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে আশা করি। আমরা ইতোমধ্যে চারটি টি-২০ বিশ্বকাপ খেলেছি। কিন্তু কখনো ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি। এবার যে কোনো মূল্যে খেলার লক্ষ্য নিয়ে বাছাই পর্বে যেতে চাইছি। আইসিসির এমন সিদ্বান্তে আমরা এখন স্বস্তি পাচ্ছি।’

(ঢাকাটাইমস/১৪ মে/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব: আসিফ মাহমুদ
সাদা পাথর লুটপাটের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি
দাম কমলো ৩৩ ধরনের প্রয়োজনীয় ওষুধের
কবির সাধনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা