নেশার সুযোগ না দেয়ায় দলবল নিয়ে হামলা!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ মে ২০২০, ১৭:৫৭

রাজধানীর মিরপুর-২ নম্বরে টপ ম্যান ফেব্রিক্স অ্যান্ড টেইলার্সের ম্যানেজার মিল্টল চৌধুরী। থাকেন পাশের একটি বাসার চিলেকোঠায়। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান হিরু ও হাসান তার দোকানে এসে বাসার চাবি চান। বাসার চাবি দিতে অস্বীকার করলে দলবল নিয়ে হামলা এবং দোকানের মালামাল ভাঙচুরের অভিযোগ করেছেন মিল্টন। এবিষয়ে মিরপুর মডেল থানায় দুজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন তিনি।

মিল্টন জানান, শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান হিরু (৩৪) ও হাসান (৩৬) তার দোকানে আসেন এবং তার বাসার চাবি চান। এসময় তিনি চাবি দিকে অস্বীকার করেন। পরে ওইদিন বিকেল ৩টার দিকে দোকানে ঢুকে মিজানুর রহমান হিরু ও হাসান মিল্টনের উপর হামলা চালান। পাশাপাশি দোকানে ভাঙচুর চালিয়ে দুই লাখ টাকার মালামাল নষ্ট করে বলে দাবি ভুক্তভোগীর।

মিল্টন চৌধুরী ঢাকা টাইমসকে বলেন, ‘আমি, আমার ভগ্নিপতি দোকানের পাশের একটি বাসার চিলেকোঠায় থাকি। আমার দোকানের স্টাফরাও সেখানেই থাকে। গত শুক্রবার মিজানুর রহমান হিরু ও হাসান নেশা করার জন্য আমার বাসার চাবি চায়। আমি বাড়িওয়ালার অনুমতি ছাড়া চাবি দিতে না চাইলে পরে এসে আমার উপর হামলা করে।‘

মিল্টন বলেন, ‘দোকানে ক্যাশ টেবিলে ও অন্যান্য মালামাল ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করেছে। আমি এবিষয়ে কোনো মামলা করলে তারা আমাদের মিরপুর এলাকায় থাকতে দেবে না, আমাকে আর আমার ভগ্নিপতিকে মেরে ফেলবে বলে হুমকিও দিয়ে গেছে।‘

তিনি আরও অভিযোগ করেন, মামলার দুই আসামি এমন ঘটনা স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আগেও ঘটিয়েছেন।

এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শন (এসআই) মেহেদী হাসান ঢাকা টাইমসকে বলেন, ‘মামলাটি তদন্তাধীন আছে, ভুক্তভোগী আঘাতপ্রাপ্ত হয়েছেন, তারা মেডিকেল সনদ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে। আগামী পলাতক আছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।‘

মিরপুর মডেল পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানান।

(ঢাকাটাইমস/১৭মে/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

নারী সহকর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, ফেঁসে গেলেন এসপি মোক্তার

জাবি ছাত্রী হেনস্তাকারী সেই বাস হেল্পার আটক

জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ‘প্রধান অস্ত্র সরবরাহকারী’ গ্রেপ্তার

সাবেক এমপি পাপুলের শ্যালিকা জেসমিনের নামে দুদকের মামলা

পরিবহনে চাঁদাবাজি-ছিনতাই, গ্রেপ্তার ১১

নকল বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি: ১১ প্রতিষ্ঠানকে ৪৮ লাখ টাকা জরিমানা

উখিয়ায় আরসার আস্তানা থেকে বিপুল অস্ত্র গ্রেনেড ও রকেট শেল উদ্ধার, গ্রেপ্তার ২

৪ কোটি টাকা দুর্নীতি, এলজিইডির সাবেক প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

আনসারুল্লাহ বাংলা টিমের ২ সক্রিয় সদস্য গ্রেপ্তার

জঙ্গি সংগঠনে জনবল দিতেন ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা, ডিবির হাতে ধরা

এই বিভাগের সব খবর

শিরোনাম :