ঠাকুরগাঁওয়ে করোনার উপসর্গে যুবকের মৃত্যু, নতুন শনাক্ত ১৭

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২০, ২১:৪৮| আপডেট : ২৯ মে ২০২০, ১৬:৪৩
অ- অ+

ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ জনে। এর মধ্যে ২৩ জন সুস্থ হয়েছেন। এদিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার নেংটিহারা গ্রামের বাসিন্দা ছিলেন।

জেলা সিভিল সার্জন মাহফুজার রহমান সরকার জানান, সর্বশেষ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী জেলায় নতুন করে ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার রহিমানপুরের দুইজন, পীরগঞ্জের হরিপুরে দুইজন, রানীশংকৈলের একজন এবং বালিয়াডাঙ্গীর নয়জন।

এদিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক চপল জানান, বৃহস্পতিবার ভোরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বালিয়াডাঙ্গী উপজেলারর ওই যুবকের মৃত্যু হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হতে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সিভিল সার্জন জানান, ঠাকুরগাঁওয়ে এখন পর্যন্ত করোনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটে নি। তবে উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া যুবকের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।

ঢাকাটাইমস/২৮মে/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তানভীরের ঘূর্ণিতে জয়ের পথে বাংলাদেশ
নির্বাচন আটকানোর শক্তি কারো নেই: গয়েরশ্বর   
আপনি এত বড় পরিবেশবাদী হয়ে গেছেন?, জামায়াত আমিরকে ইঙ্গিত করে রিজভী
‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৩’-এর বিজয়ীদের নাম ঘোষণা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা