ভারতে চিকিৎসা নিতে গেলেন বিচারক আমির হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০২০, ২১:০৫
অ- অ+
টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিচারক আমির হোসেন।

উন্নত চিকিৎসার জন্য ভারতে গেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক আমির হোসেন।

তিনি দীর্ঘদিন ধরে প্যানক্রিয়াটাইটিস (অগ্ন্যাশয়ের প্রদাহ) রোগে ভুগছেন। অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে গত ২২ মে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ভারতের মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়।

ট্রাইব্যুনালের আইটি এক্সপার্ট মেহেদি হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বিচারপতি আমির হোসেন ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুক্রবার (২৯মে) তার অপারেশন হওয়ার কথা ছিল। তবে আগে ক্যামো দিতে হবে বলে ডাক্তার পরামর্শ দিয়েছেন। ক্যামো শেষ হলে অপারেশনের বিষয়ে অগ্রসর হবেন চিকিৎসকরা। তিনি (বিচারপতি) রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে আমির হোসেনসহ ১০ জনকে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ পান।

(ঢাকাটাইমস/২৯ মে/এআইএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জের কারফিউ ১৪ ঘন্টার জন্য শিথিল
ট্রেন থেকে নেমেই জামায়াত নেতাকর্মীদের স্লোগান
জামায়াতের সমাবেশে যোগ দিতে এসে পথেই দুই নেতাকর্মীর মৃত্যু
A Monumental Work at Risk: Why Mobasher Ali, Chief editor of the History of Comilla District Must Be Preserved
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা