সিলেটে র্যাবের ১৩ সদস্যের করোনা শনাক্ত

সিলেটে র্যাব-৯ এর ১৩ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার তাদের কোভিড-১৯ পজেটিভ আসে বলে জানিয়েছেন র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ওবাইন রাখাইন।
তিনি জানান, সিলেট র্যাব ক্যাম্পের ২০ সদস্যের নমুনা সংগ্রহ করা করে পরীক্ষা করা হয় । এর মধ্যে ১৩ জনের পজেটিভ এসেছে। ওবাইন রাখাইন বলেন, আক্রান্ত কয়েকজনের মধ্যে হালকা জ্বর-সর্দি থাকলেও অনেকের কোনো উপসর্গ নেই। বর্তমানে উপসর্গহীন কোভিড–১৯ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় বাকিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।
আক্রান্ত র্যাব সদস্যদের ব্যারাকে আইসোলেশনে রাখা হয়েছে। তারা বর্তমানে ভালো আছেন। তাদের শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হবে বলে জানান র্যাব কর্মকর্তা ওবাইন।
ঢাকাটাইমস/৩০মে/প্রতিনিধি/এমআর

মন্তব্য করুন