ভাড়া বাড়াতে বিআরটিএর সুপারিশের নিন্দা সেভ দ্য রোডের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২০, ১৯:২৭
অ- অ+

বাস ভাড়া বাড়ানোর জন্য বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বিআরটিএর সুপারিশের নিন্দা জানিয়েছেন সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানা। সংস্থাটি অনতিবিলম্বে সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে নামবে।

রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, নির্মম মহামারি করোনা পরিস্থিতিতে জনগণের গলায় করাত চালানোর মত করে বিআরটিএ যে সুপারিশ করেছে তা আত্মঘাতি।

বিবৃতিতে চেয়ারম্যান জেডএম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া প্রমুখের বরাত দিয়ে আরো বলা হয়- আগামী তিন দিনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে পরিবহন নিয়ন্ত্রণে সেভ দ্য রোডের চার দফা দাবিও বাস্তবায়ন করতে হবে। তাহলে অন্তত কিছুটা হলেও জনগন করোনার করালগ্রাস থেকে মুক্তি পাবে।

উল্লেখ্য, এর আগে গত ২৮ মে সেভ দ্য রোড-এর পক্ষ থেকে এই ৪ প্রস্তাব দেয়া হয়- ১. সরকারিভাবে স্যানিটাইজার ও পরিচ্ছন্নতা তদারকির জন্য সেনা বাহিনীর একটি বিশেষ টিমকে দায়িত্ব দেয়া ২. কোনভাবেই যেন ভাড়া বৃদ্ধি না হয় এবং স্বাস্থ্যবিধি ভঙ্গ না হয়; সেই লক্ষ্যে অবশ্যই স্টপেজ ব্যবহার বাধ্যতামূলক করা। ৩. সেভ দ্য রোড-এর সারাদেশে ৪৭ জেলা কমিটির ৪৭ জন ও কেন্দ্রীয় কমিটির কমপক্ষে ২০ জনকে যোগাযোগ সেক্টরের জেলা ও কেন্দ্রীয় সকল পদক্ষেপে যুক্ত রাখা এবং ৪. প্রধানমন্ত্রীর নির্দেশনার সাথে সাথে কঠোরভাবে বাংলাদেশের সড়ক ব্যবস্থাকে নিয়ন্ত্রণের জন্য দুর্নীতি-ঘুষ বন্ধে সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হোক।

ঢাকাটাইমস/৩১মে/এএ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ মহৌষধ আনারস কিডনির পাথর দূর করতে সিদ্ধহস্ত, ওজনও কমায় দ্রুত
খিলক্ষেতে কাভার্ডভ্যান চাপায় ২ পরিচ্ছন্নতা কর্মী নিহত
পরীক্ষায় নকলের শাস্তি চার বছরের নিষেধাজ্ঞা: জাতীয় বিশ্ববিদ্যালয়
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩, নিখোঁজদের সন্ধান চলছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা