ভালুকায় করোনা রোগীদের ছাত্রলীগের উপহার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২০, ২৩:০৭
অ- অ+

করোনা রোগীদের মনোবল দৃঢ় রাখার জন্যে তাদের বাড়িতে বাড়িতে ‘ভালোবাসার উপহার’ হিসেবে ফলের ঝুড়ি পাঠিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব। ‘দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন’ এই প্রত্যাশায় বৃহস্পতিবার বিকালে ওইসব ফলের ঝুড়ি পৌরসভার পাঁচজন করোনা রোগীর বাসায় পৌঁছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় পৌর কর্মকর্তা শাহাব উদ্দিন উপস্থিত ছিলেন।

করোনা আক্রান্তের রিপোর্ট আসার সঙ্গে সঙ্গে ওইসব রোগীসহ তার আশপাশের বাড়ি লকডাউন করা ঘোষণা করে পৌর ও উপজেলা প্রশাসন।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব বলেন, এ বৈশ্বিক মহামারি আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় মোকাবেলা করতে হবে। জননেত্রী শেখ হাসিনা বাংলার দুঃখী মানুষের কথা দিন রাত ভাবছেন। আমরা তার কর্মী হিসেবে সামান্য উপহার হিসেবে কোভিড-১৯ আক্রান্ত রোগীকে সাহস যোগাতে ফল পাঠিয়েছি। সম্পূর্ণ সামাজিক দূরত্ব মেনেই ফলের ঝুড়ি পৌঁছে দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ভালুকা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব দেশে করোনার প্রকোপ দেখা দেওয়ার পর থেকে নিজ অর্থায়নে শ্রমজীবী মানুষের মাঝে হেন্ডসেনিটাইজার বিতরণ, মাস্ক বিতরণ, সড়কের মোড়ে মোড়ে হাত ধোয়ার বেসিন স্থাপন, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে উপহার হিসেবে সুরক্ষাসামগ্রী প্রদান, কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, ঈদ বাজার বিতরণসহ বিভিন্ন জনকল্যাণকর কাজ সচেতন মহলে বেশ প্রশংসা কুঁড়িয়েছে।

(ঢাকাটাইমস/৪জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মা-ছেলেমেয়েকে হত্যা: আড়াই ঘণ্টা অপেক্ষার পর আর ‘স্বীকারোক্তি দেননি’ বাচ্চু মেম্বার
আজ হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১০- একটি অসমাপ্ত কবিতার ঘরে ফেরা
২৭ দিনে দেশে ফিরলেন ৭৩ হাজার ৪৯৩ হাজি, ১০ জুন পর্যন্ত ফিরতি ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা