বাশারের চোখে টাইগারদের সর্বকালের সেরা একাদশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুন ২০২০, ০৮:৫১

হাবিবুল বাশার সুমন। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। অধিনায়কও বটে। কয়েক বছর ধরে জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করছেন। মাশরাফির আগে সাফল্যের বিচারে তিনিই দেশের ইতিহাসের সেরা অধিনায়ক।

হাবিবুল বাশার যাদের সঙ্গে খেলেছেন, তাদের ভেতর থেকে বেছে নিয়েছেন নিজের সেরা একাদশ। আর এই একাদশে ঠাঁই হয়েছে আল শাহরিয়ার রোকন, আফতাব আহমেদের মতো সেভাবে বিকশিত হতে না পারা খেলোয়াড়রা। যথারীতি দলে আছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মর্তুজা।

বাশারের দলের দুই ওপেনার তামিম ইকবাল ও জাভেদ ওমর বেলিম। তামিম ইকবাল বাংলাদেশের ইতিহাসেরই সেরা ব্যাটসম্যান। আর জাভেদকে নিয়ে বলতে গিয়ে হাবিবুল বলেছেন, ‘সে জানত, কীভাবে নতুন বল সামলাতে হয়।’ ওপেনার হিসেবে তার আরো বিবেচনায় ছিলেন মেহরাব হোসেন অপি, শাহরিয়ার হোসেন বিদ্যুত, শাহরিয়ার নাফিস ও নাফিস ইকবাল।

তিনে তিনি বেছে নিয়েছেন আল শাহরিয়ারকে। নির্বাচকদের অধৈর্য্যের কারণে শাহরিয়ার তার সম্ভাবনার পুরোটা দিতে পারেননি বলে মনে করেন সুমন। বারবার ব্যাটিং অর্ডার পরিবর্তন হয়েছিল তার। চার নম্বরে অবধারিতভাবে এসেছেন মুশফিকুর রহিম। আর পাঁচে সাকিব আল হাসান। এই দুটি জায়গা নিয়ে খুব আলোচনার সুযোগ নেই।

পাঁচ নম্বরে বাশার রেখেছেন আমিনুল ইসলাম বুলবুলকে। শুধু তাকে দলে রেখেছেন, তাই নয়, মাশরাফি থাকা সত্ত্বেও হাবিবুলের এই দলের অধিনায়ক বুলবুল। ছয়ে মারকুটে ব্যাটসম্যান আফতাব আহমেদ। বাঁহাতি স্পিনার হিসেবে আছেন মোহাম্মদ রফিক। আব্দুর রাজ্জাক হাবিবুলের সময়ই সেরা ফরমে ছিলেন। কিন্তু হাবিবুল বাঁহাতি স্পিনারদের লড়াইয়ে রফিককে এগিয়ে রেখেছেন।

তিন পেসার হিসেবে আছেন মাশরাফি বি মর্তুজা, তাপস বৈশ্য ও শাহাদাত হোসেন। মাশরাফিকে নিয়ে বলতে গিয়ে হাবিবুল বলেছেন, ‘আমি স্লিপে দাঁড়িয়ে নাসের হোসেনকে ওর বিপক্ষে সংগ্রাম করতে দেখেছি। সে ছিল সত্যিকারের এক উইকেট টেকার বোলার।’

বাশারের নির্বাচিত বাংলাদেশের সর্বকালের সেরা টেস্ট একাদশ:

তামিম ইকবাল, জাভেদ ওমর, আল শাহরিয়ার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, আমিনুল ইসলাম (অধিনায়ক), আফতাব আহমেদ, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্ত্তজা, তাপস বৈশ্য এবং শাহাদাত হোসেন।

(ঢাকাটাইমস/০৫ জুন/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের শিরোপা উৎসব

পাকিস্তানি ব্যাটারদের স্ট্রাইকরেটে গুরুত্ব দিতে বললেন শহিদ আফ্রিদি

আজ রাতে হাইভোল্টেজ মিলান ডার্বি, জিতলেই শিরোপা নিশ্চিত ইন্টারের

সবাইকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন অধিনায়ক বাবর আজম

আগামী ২ বছরের জন্য বাংলাদেশের পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ

মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখলেন আইসিসির প্রতিনিধিদল

হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক আজ, আলোচনা হবে যে ইস্যুতে

এই বিভাগের সব খবর

শিরোনাম :