করোনা জয়ী সাংবাদিক জাহাঙ্গীরকে ফুলেল শুভেচ্ছা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০২০, ২১:২১
অ- অ+

করোনা জয় করে সুস্থ হয়ে কর্মজীবনে ফিরে আসায় টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেনকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে প্রেসক্লাব কার্যালয়ে তাকে এই শুভেচ্ছা জানানো হয়।

এ সময় প্রেসক্লাবের সাবেক সভাপতি নিরঞ্জন পাল, শামসুল ইসলাম সহিদ, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, সোহেল মোহসীন শিপন ও বর্তমান সাধারণ সম্পাদক এরশাদ মিঞা উপস্থিত ছিলেন।

গত ১১ মে জাহাঙ্গীর হোসেন স্বেচ্ছায় করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৪ মে তার নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিব ধরা পড়ে। তারপর থেকে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নেন।

গত ২৩ ও ২৯ মে পরপর দুইবার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিব আসলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ তাকে সুস্থ ঘোষণা করে। দীর্ঘ ২৫ দিন চিকিৎসা শেষে শনিবার তিনি তার কর্মস্থল প্রেসক্লাব মির্জাপুরে এলে সহকর্মীরা তাকে ফুলেল শুছেচ্ছা জানান।

(ঢাকাটাইমস/৬জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিয়ের জন্য চাপ দেওয়ায় নিজের গোপনাঙ্গ কেটে ফেললেন যুবক!
মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল হক 
লাশ নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল দুজনের
ক্ষমতাকে নিজেদের করে রাখতে নির্বাচনকে পেছানোর পাঁয়তারা করছে একটি দল: নীরব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা