সৌরভ আইসিসির প্রেসিডেন্ট হলে নির্বাসন তুলে নেওয়ার আবেদন করব: কানেরিয়া

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২০, ০৮:৫৩
অ- অ+

সৌরভ গাঙ্গুলি যদি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর প্রেসিডেন্ট হন, তা হলে তার কাছে নির্বাসন তুলে নেওয়ার আবেদন করবেন স্পট-ফিক্সিংয়ের জন্য চিরনির্বাসিত পাক ক্রিকেটার দানিশ কানেরিয়া।

পাকিস্তানের প্রাক্তন লেগস্পিনার এক চ্যানেলে বলেছেন, ‘হ্যাঁ, আমি তখন ফের আবেদন করব। আর আমি নিশ্চিত যে সম্ভাব্য সব রকম উপায়ে আইসিসি আমাকে সাহায্য করবে। সৌরভ গঙ্গোপাধ্যায় একজন অসাধারণ ক্রিকেটার। সূক্ষ্ম বিষয়গুলিও ওর কাছে ধরা পড়ে। আইসিসি প্রেসিডেন্ট হিসেবে সৌরভের চেয়ে যোগ্য প্রার্থী আর হয় না।’

টেস্টে ২৬১ উইকেটের মালিক দানিশ কানেরিয়া ২০১২ সালে স্পট-ফিক্সিংয়ের অভিযোগে নির্বাসিত হয়েছিলেন। শুরুতে অভিযোগ অস্বীকার করলেও ২০১৮ সালে তিনি তা স্বীকার করেছিলেন। সৌরভের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ভারতকে দুর্দান্ত ভাবে নেতৃত্ব দিয়েছিল সৌরভ। তার পর মহেন্দ্র সিংহ ধোনি ও বিরাট কোহালি এগিয়ে নিয়ে গিয়েছে ভারতকে। এখন সৌরভ বিসিসিআই প্রেসিডেন্ট। আমি বিশ্বাস করি যে আইসিসি-র প্রধান হিসেবে সৌরভ ক্রিকেটকে উন্নতির পথেই নিয়ে চলবে।’

আর এই ব্যাপারে সৌরভের যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের থেকে কোনও সাহায্যের দরকার নেই তা-ও স্পষ্ট করে দিয়েছেন কানেরিয়া। তার কথায়, ‘সৌরভের নিজের দাবিই যথেষ্ট জোরালো। আমার তো মনে হয় পিসিবি-র সাহায্যের কোনও দরকার ওর রয়েছে।’ এর আগে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথও আইসিসি প্রেসিডেন্ট হিসেবে সৌরভের কথা বলেছিলেন। এবার কানেরিয়াও একই সুরে মন্তব্য করলেন।

(ঢাকাটাইমস/০৮ জুন/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা