বাগেরহাটে চিকিৎসক হত্যার প্রতিবাদে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০২০, ১৭:০৮
অ- অ+

বৃষ্টি উপেক্ষা করে বাগেরহাট মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ ও রাইসা ক্লিনিকের পরিচালক ডা. মো. আব্দুর রকিবকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও শোক সভা করেছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার বেলা ১১টায় বাগেরহাট সদর হাসপাতালের সামনে চিকিৎসকদের সংগঠন বিএমএ এই কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বাগেরহাটের স্বাস্থ্য বিভাগ, ডিপ্লোমা ইন্টার্ণ ডক্টরস অ্যাসোসিয়েশন, ম্যাটসের শিক্ষার্থী ও জনপ্রতিনিধিরা অংশ নেন। তারা হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এছাড়াও দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে বাগেরহাট মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) কয়েকশ শিক্ষার্থী মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বাগেরহাট ম্যাটসের অধ্যক্ষ রকিবের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকান্ডের নিন্দা জানাচ্ছি। এই চিকিৎসের উপর যারা হামলা চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচারে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

ভবিষ্যতে যাতে এই ধরনের হামলা আর কেউ চালাতে না পারে সেজন্য চিকিৎসক সমাজের জন্য নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টি করতে সরকারের কাছে দাবি জানান এই চিকিৎসক নেতারা। হামলাকারিদের বিচার না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচিতে বক্তব্য দেন বাগেরহাট বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. মোশারফফ হোসেন, বিএমএ নেতা আব্দুল মতিন আকন, লুৎফুল কবির, সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির, সাবেক সিভিল সার্জন ডা. অরুণ চন্দ্র মন্ডল ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন।

গত মঙ্গলবার সন্ধ্যায় ম্যাটসের অধ্যক্ষ ও রাইসা ক্লিনিকের পরিচালক চিকিৎসক আব্দুর রকিব প্রসূতি রোগীর স্বজনদের হামলায় নিহত হন।

(ঢাকাটাইমস/১৮জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানা দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা