নিজের মৃত্যুর গুজবে বিরক্তি প্রকাশ করলেন মোহাম্মদ ইরফান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২০, ১৪:১৩| আপডেট : ২২ জুন ২০২০, ১৪:১৫
অ- অ+

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বের সব দেশের মতোই পাকিস্তানের অবস্থাও টালমাটাল। এমন সময় পাক পেসার মোহাম্মদ ইরফানের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ভুয়া গুঞ্জনে পাকিস্তানের ক্রিকেটে বয়ে গেছে ঝড়।

পাকিস্তান জাতীয় দলের হয়ে ৪টি টেস্ট, ৬০টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি খেলা ইরফান মহামারীর কারণে পরিবারের সাথেই সময় কাটাচ্ছেন। তবে কে বা কারা খবর ছড়ায়, ৩৮ বছর বয়সী এই পেসার নাকি গাড়ি দর্ঘটনায় পড়েছেন, আর সেই দুর্ঘটনায় নাকি তিনি প্রাণও হারিয়েছেন।

খ্যাতির বিড়ম্বনা এরপর ভালোই টের পেয়েছেন ইরফান। স্বভাবতই খবরটা দ্রুত ছড়িয়ে পড়ে। হুলুস্থুল পড়ে যায় দেশটির ক্রিকেট পাড়ায়। অনেকে তো সামাজিক যোগাযোগমাধ্যমে শোকও প্রকাশ করেছিলেন।

শেষমেশ ইরফানকেই জানাতে হয়েছে- তিনি যে বেঁচে আছেন! এক টুইট বার্তায় বিরক্তি প্রকাশ করে এসব গুঞ্জন ছড়ানো থেকে বিরত থাকার জন্য ক্রিকেট সমর্থক অনুরোধ করেছেন তিনি।

ইরফান বলেন, ‘সামাজিক যোগাযো্গমাধ্যমে অনেকে ভুয়া খবর ছড়াচ্ছে- আমি নাকি সড়ক দুর্ঘটনায় মারা গেছি। এমন পরিস্থিতিতে আমি, আমার পরিবার ও বন্ধুরা ব্রিবত বোধ করছি। এই বিষয়ে জানতে আমার কাছে অসংখ্য ফোন কল আসছে। অনুগ্রহ করে আপনারা এমন গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। কোনো দুর্ঘটনাও ঘটেনি আর আমরা সবাই ভালো আছি।’

(ঢাকাটাইমস/২২ জুন/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধাঘণ্টার ব্যবধান: মোহাম্মদপুরে ফটোগ্রাফার, হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন
বিচারপতি আবদুর রউফ স্মরণে জীবনালেখ্য ও দোআ অনুষ্ঠিত
ইয়েমেনের দুই বন্দরে ইসরায়েলের বিমান হামলা
চাঁদপুরে পুলিশ কর্মকর্তার চুরি যাওয়া অস্ত্র ঢাকায় উদ্ধার, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা