কবিতা

বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে

মুহাম্মদ মাহবুব আলী
| আপডেট : ২৭ জুন ২০২০, ১৫:১৯ | প্রকাশিত : ২৭ জুন ২০২০, ১৫:০৮

ঘুম ভাঙতেই কুমিল্লায় মনে পড়ে গেল আপনার শুভ জন্মদিন।

এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের বীণ,

সমগ্র জীবন আপনি উৎস্বর্গ করেছেন মাটির টানে

মানব কল্যাণের দীর্ঘ প্রাণে।

বৃটিশ পাকিস্তানিদের কখনো ভয় পাননি

চোরাগোপ্তা পথে অন্যায়কারীদের প্রশ্রয় দেননি।

অবনত মস্তকে চোখে ঝাপসা ঝাপসা অশ্রু নিয়ে

চলে এলাম কুমিল্লা স্টেডিয়াম স্মৃতির মশাল জ্বালিয়ে

যেখানে প্রথম শুনেছিলাম আপনার মধুমাখা অথচ সুগম্ভীর ভাষণ

এক টগবগে স্কুল ছাত্রের কাছে তা ছিল অমৃত কথন।

পারিবারিকভাবেই মা-বাবা-ভাইসহ ভক্ত ছিলাম আমরা

এখনো ছেলে স্ত্রীসহ আপনার নামে হই দিশেহারা,

সেই পাপীদের কখনো ইতিহাস করবে না ক্ষমা

পঁচাত্তরে যারা বাজিয়েছিল ঘৃণ্য মৃত্যুর দামামা,

আমাদের যারা করেছিল জাতিকে পিতৃহীন

বাংলার বুক খালি করে যারা এনেছিল দুর্দিন

ওরা অমানুষ, জানোয়ার; ওরা নরকের ঘৃণ্য কীট

ওরা রক্তাক্ত করেছে বাংলা মায়ের বুক-পিঠ,

ওরা কলঙ্ক লেপে দিয়েছে কোটি মানুষের মুখে-

ন্যাচারাল শাস্তি পেয়েছে তারা বাংলার বুকে।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :