মিশর থেকে ফিরলেন ৪১ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২০, ১৩:৩২
অ- অ+

করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে মিশরের কায়রোতে আটকা পড়া ৪১ বাংলাদেশি একটি বিশেষ ফ্লাইটে আজ দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট তাদের দেশে ফিরিয়ে এনেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এসব বাংলাদেশিদের দেশে ফেরার তথ্য নিশ্চিত করেছেন। তাহেরা খন্দকার জানান, মিশরের কায়রোতে আটকা পড়া ৪১ বাংলাদেশিকে নিয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ বিমানটি আজ শনিবার সকাল ৭টা ৩০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, কায়রো থেকে ফেরা এসব বাংলাদেশির প্রত্যেকের সঙ্গে করোনামুক্ত সনদ থাকায় তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

করোনা ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশে আটকা পড়া বাংলাদেশি নাগরিকরা পর্যায়ক্রমে দেশে ফিরে আসছে। ইতোমধ্যে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, আমিরাত, কুয়েত, মালয়েশিয়া, ইতালি, মালদ্বীপ, নেপাল ও বাহারাইনসহ আরও অন্যান্য দেশে থেকে অনেক বাংলাদেশি দেশে ফিরেছেন।

(ঢাকাটাইমস/০৪জুলাই/এনআই/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষার্থীদের জন্য ডুয়ার অফিস সবসময় খোলা: দুদু
টঙ্গীতে সন্দেহজনক ঘোরাঘুরিকালে রোহিঙ্গা আটক
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ৮- নীলার গর্ভে তমালের চিহ্ন
সিটি ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং সম্মেলন অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা