নীলফামারীতে ছাত্রলীগের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৪ জুলাই ২০২০, ১৭:১৭

মুজিববর্ষ উপলক্ষ্যে নীলফামারীতে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি শুরু করেছে জেলা ছাত্রলীগ। শনিবার সকালে নীলফামারী সরকারি কলেজ চত্বরে বনজ, ফলজ ও ঔষুধি গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

নীলফামারী জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেলের সভাপতিত্বে মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মাহবুবার রহমান ভূইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরিফ হোসেন মুন, কৃষক লীগ সভাপতি অক্ষয় কুমার রায়, জেলা শ্রমিক লীগ সভাপতি আমাজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আল মাসুদ আলাল, হাফিজুর রহমান মঞ্জু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকারসহ সভাপতি হোসেইন রেজা শামিম, সাইফুল আজম মুসা, গোলাম মোস্তফা বুলেট, আশরাফ সিদ্দিকী তুষার, জয়দেব রায়, যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, শাহাদাত হোসেন নসিব, ১ নং সদস্য হাফিজুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক সংগীত দ্বিপংকর দ্বীপু, প্রচার সম্পাদক তপন রায় ও মুক্তিযুদ্ধ সম্পাদক রাসিব হাসান রুম্মন প্রমুখ।

মাসব্যাপী চলমান কর্মসূচিতে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সড়কে প্রায় ১৮ হাজার বৃক্ষ রোপণ করা হবে বলে জানান ছাত্রলীগ নেতারা।

(ঢাকাটাইমস/৪জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :