সুপার ওভারের আগে ‘সিগারেট ব্রেক’ নিয়েছিলেন স্টোকস!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২০, ১৬:৪১
অ- অ+

ক্যালেন্ডারের পাতায় আজ ১৪ জুলাই, ২০২০। গত বছরের এই দিনে টানটান উত্তেজনার একটা বিশ্বকাপ ফাইনাল দেখেছিল ক্রিকেট বিশ্ব। ৫০-৫০ ওভার শেষে টাই। সুপার ওভার শেষেও টাই! কিন্তু আইসিসির নিয়ম অনুযায়ী বেশি বাউন্ডারি মারার সুবাদে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জিতে নেয় ইংল্যান্ড। টানটান সেই উত্তেজনার ম্যাচে নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ইংল্যান্ডের বেন স্টোকস। প্রথমে ৮৪ রানে অপরাজিত থাকার পর সুপার ওভারে ৩ বলে ৮ রান করেছিলেন বেন। বিশ্বকাপ জয়ের বর্ষপূর্তিতে এক অজানা রহস্য ফাঁস হলো..

মেগা ফাইনালে সুপার ওভারে স্নায়ুর চাপ ধরে রাখতে নাকি সিগারেট ব্রেক নিয়েছিলেন বেন স্টোকস। ‘Morgan’s Men: The Inside Story of England’s Rise from Cricket World Cup Humiliation to Glory’- এই বইটিতে সেই তথ্য ফাঁস করেছেন দুই লেখক নিক হল্ট এবং স্টিভ জেমস।

জানা গিয়েছে, ফাইনালে ২ ঘণ্টারও বেশি সময় ধরে ক্রিজে থেকে ম্যাচ টাই করে। ড্রেসিংরুমে ফিরে এসে দেখেন মরগ্যান সকলকে শান্ত থাকার পরামর্শ দিচ্ছেন। এরপর সুপার ওভারের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে শাওয়ার নেয়ার ফাঁকে সিগারেটে টান দেন বেন স্টোকস।

২০১৯ বিশ্বকাপ ফাইনালে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪১ রান তোলে। নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ডও ২৪১ রান তোলে। ম্যাচ গড়ায় সুপার ওভারে। ইংল্যান্ড সুপার ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৫ রান তোলে। জবাবে নিউজিল্যান্ডও এক উইকেট হারিয়ে ১৫ রান তুলে ম্যাচ টাই করে। কিন্তু ম্যাচে বেশি বাউন্ডারি মারার সুবাদে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/১৪ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক চাপাল ট্রাম্প, ড. ইউনূসকে চিঠিতে যে বার্তা দিলেন
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা