এন্ড্রু কিশোরের শেষ বিদায়ে যাননি চলচ্চিত্রের তেমন কেউ

বিনোদন প্রতিবেদক
| আপডেট : ১৬ জুলাই ২০২০, ১৩:৫২ | প্রকাশিত : ১৬ জুলাই ২০২০, ১৩:৪০

বুধবার বেলা সোয়া ১১টার দিকে রাজশাহীর খ্রীস্টিয়ান কবরস্থানে নিজের পছন্দ করে যাওয়া জায়গায় সমাহিত হন ‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোর। সেখানে উপস্থিত ছিলেন শুধু শিল্পীর স্ত্রী, ছেলে-মেয়ে এবং কাছের আত্মীয়-স্বজনেরা। কিন্তু যে চলচ্চিত্রের জন্য এন্ড্রু কিশোর সবচেয়ে বেশি সুপারহিট গান উপহার দিয়েছেন, সেখান থেকে কেউই উপস্থিত ছিলেন না।

যদিও শিল্পীকে সমাহিত করা হয়ে গেলে ঢাকা থেকে অভিনেতা জায়েদ খান, মারুফ আকিব, জয় চৌধুরী এবং ডান্স ডিরেক্টর মাসুম বাবুল রাজশাহীতে যান। কিন্তু বুধবার বিকালে রওনা দেয়াতে তাদের যেতে যেতে রাত দেড়টা বেজে যায়। তারা রাজশাহীর সার্কিট হাউজে ওঠেন। সেখানে তাদের স্বাগত জানান, প্রয়াত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের স্ত্রী লিপিকা এন্ড্রু এবং কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস।

এদিন জায়েদ খান ও তার সঙ্গের শিল্পীদের দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন লিপিকা এন্ড্রু। চলচ্চিত্রের উল্লেখযোগ্য কোনো অভিনয়শিল্পী না যাওয়ায় তিনি দীর্ঘশ্বাস ছেড়ে হতাশা প্রকাশ করেন বলে জানান সেখানে উপস্থিত সার্কিট হাউজের এক কর্মকর্তা। এন্ড্রু কিশোরের শেষ বিদায়ে তাকে শ্রদ্ধা জানাতে যায়নি প্রযোজক ও পরিচালক সমিতির কোন প্রতিনিধিও। অথচ সিনেমায় অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন এন্ড্রু কিশোর।

এ ব্যাপারে প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামছুল আলম বলেন, ‘আমাদের মধ্যে একজন ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। সেই ব্যাপারটি মাথায় রেখে মূলত এন্ড্রু কিশোরের শেষ বিদায়ে যাওয়া হয়নি। তবে সমিতিতে এন্ড্র কিশোরের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব ও এক মিনিটের নিরবতা পালন করা হয়েছে। পরিবেশ পরিস্থিতি ভালো থাকলে অবশ্যই প্রযোজক সমিতি শ্রদ্ধা জানাতে যেত।’

অন্যদিকে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘করোনার কারণে যাতায়াত ব্যবস্থায় সমস্যা, তাই আমরা যেতে পারিনি। তা ছাড়া বুধবার দুপুরে আমাদের একটা প্রেস মিটিং ছিল।’

এন্ড্রু কিশোরের শিষ্য কন্ঠশিল্পী মোমিন বলেন, ‘বৌদী আশা করেছিলেন ঢাকা থেকে অন্তত প্রযোজক-পরিচালক সমিতির নেতারা আসবেন। কিন্তু তারা আসেননি। এমনকি, খুব কম লোকই ফোন করে সান্তনার বাণী শুনিয়েছেন। শুধু শিল্পী সমিতির পক্ষ থেকে জায়েদ খানসহ অপরাপর নেতারা এসেছেন। বিশেষ করে এই করোনাকে উপক্ষো করে তাদের উপস্থিতি দাদার আত্মাকে শান্তি দেবে।’

রাজশাহীতে ১৯৫৫ সালে জন্ম নেন এন্ড্রু কিশোর বাংলা সিনেমাতে ১৫ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই শিল্পী দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। গত বছরের সেপ্টেম্বর থেকে তিনি সিঙ্গাপুরে ছিলেন চিকিৎসার জন্য। কেমোথেরাপি ও রেডিওথেরাপি চিকিৎসার পরও দ্বিতীয়দফায় তার দেহে ক্যানসার বাসা বাঁধে। ফলে চিকিৎসকরা হাল ছেড়ে দেন।

যার কারণে শিল্পীর ইচ্ছায় তাকে দেশে আনা হয় গত ১১ জুন। এরপর থেকে তিনি রাজশাহীতে বোনের বাসায় ছিলেন। গত ৬ জুলাই সন্ধ্যায় সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উপমহাদেশের এই কিংবদন্তী কণ্ঠশিল্পী। তার দুই সন্তান পড়াশোনা করেন অস্ট্রেলিয়ায়। তাদের ফেরার অপেক্ষায় বুধবার পর্যন্ত শিল্পীর মরদেহ রাখা ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের হিমঘরে।

ঢাকাটাইমস/১৬জুলাই/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :