পেরেজের উপদেষ্টা হিসেবে রিয়ালে ফিরছেন ক্যাসিয়াস

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২০, ০৯:০১
অ- অ+

রিয়াল মাদ্রিদে ফিরছেন ইকার ক্যাসিয়াস। খেলোয়াড় হিসেবে নয়, এবার নতুন রূপে দেখা যাবে তাকে। রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের উপদেষ্টা হিসেবে কাজ করবেন ৩৯ বছর বয়সী। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী খুব দ্রুতই ক্যাসিয়াসের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে যাচ্ছে রিয়াল।

২০১৪ সালে ক্লাব ছাড়ার পর পর্তুগালের ক্লাব এফসি পোর্তোতে যোগ দিয়েছিলেন রিয়ালের কিংবদন্তী গোলরক্ষক। গত বছর হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর থেকে আর মাঠে খেলা হয়নি তার। তবে পোর্তোতেও বোর্ড ও খেলোয়াড়দের উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন তিনি। এই মৌসুম শেষেই পোর্তোর সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোবে ক্যাসিয়াসের।

স্প্যানিশ দৈনক মার্কা বলছে রিয়াল প্রেসিডেন্ট ক্যাসিয়াসকে কাছাকাছি পেতে চেয়েছিলেন। তার মেধা আর দূরদর্শীতার ভক্ত তিনি। এর আগে উপদেষ্টা হিসেবে পেরেজের সঙ্গে কাজ করেছেন জিনেদিন জিদানও। ওই একই ভূমিকায় এবার দেখা যাবে স্পেনের বিশ্বকাপ জয়ী অধিনায়ককে।

(ঢাকাটাইমস/১৮ জুলাই/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা