infostation welcome Banner

গোপালগঞ্জে অনলাইনে পশু কেনাবেচা শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০২০, ২৩:৪৯
অ- অ+

গোপালগঞ্জ ঈদুল আযহার আর কয়েক সপ্তাহ বাকি থাকলেও করোনাভাইরাসের কারণে গরুর হাটে যেতে অনেকের অনিহা রয়েছে। জেলার প্রায় পাঁচ হাজার খামারি অনলাইন ও বাড়িতে বসে গরু কেনা বেচার উদ্যোগ নিয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে কোনো ক্ষতিকারক ওষুধ ও রাসায়নিক দ্রব্য ব্যবহার না করে গরু মোটাতাজাকরণে ব্যস্ত গোপালগঞ্জের কয়েক হাজার খামারি।

গোপালগঞ্জে ছোট বড় মিলিয়ে গরু মোটাতাজা করনের খামার রয়েছে প্রায় পাঁচ হাজার। এসব খামারে গরুর সংখ্যা ৩৫ হাজার। এসব গরু জেলার চাহিদা মিটিয়ে চলে যাবে দেশের বিভিন্ন স্থানে। গোপালগঞ্জে চাহিদা রয়েছে ৩০ হাজার। এ সব পশু কেনা বেচার জন্য কোরবানির পশু বিক্রির অনলাইন প্লাটফর্ম ‘ডিজিটাল হাট’ চালু করেছে প্রাণি সম্পদ অধিদপ্তর।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, গোপালগঞ্জে এবার করোনার কারণে গবাদি পশু অনলাইনেও কেনা বেচা করা যাবে। gopalganjhat.com ওয়েবপেজে গিয়ে গরুর তথ্য পাবেন এবং সেখান থেকে গরু কেনাবেচা করতে পারবেন। এছাড়ও খামারিদের বাড়ি বাড়ি পশু কেনাবেচা হবে।

পশু খামারিরা জানান, কোনো ক্ষতিকর ওষুধ ও রাসায়নিক দ্রব্য ব্যবহার না করে নিজস্ব পদ্ধতিতে দেশি জাতের গরু মোটাতাজাকরণের কাজ হয়েছে। খড়, ভূষি, কুড়া, কাঁচা ঘাস ও কচুরিসহ দেশীয় খাবার খাইয়ে এসব গরু পরিপুষ্ট করা হচ্ছে। করোনার কারণে অনলাইনে ও বাড়িতে বসেই গরু বিক্রি করা হবে। খামারগুলোতে স্বাস্থ্যকর উপায়ে পালিত এসব গরু জেলার চাহিদা মিটাবে এমনটাই আশা খামারিদের।

এবার গোপালগঞ্জে বোরবানির পশুর হাট হাউজিং প্রকল্প মাঠে হওয়ার সম্ভাবনা রয়েছে।

(ঢাকাটাইমস/২১জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Economic Priorities in Bangladesh's 2025-26 National Budget
গাজায় এবার অপুষ্টিতে মরছে মানুষ, শুক্রবার ৯ জনের মৃত্যু
সাগরের উত্তাল ঢেউয়ে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভাঙন
শুক্রবার গাজায় আরও ৮৯ নিহত, মোট মৃত্যু দাঁড়াল ৫৯ হাজার ৬৭৬
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা