জনি-অ্যাম্বারের কাদা ছোড়াছুড়ি চলছেই

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২০, ১২:৩১
অ- অ+

রূপকথা জৌলুস হারিয়ে কেমন করে কদর্য রূপ নেয়, তার অন্যতম দৃষ্টান্ত হতে পারে হলিউডের তারকা জুটি জনি ডেপ এবং অ্যাম্বার হার্ডের সম্পর্ক। বিবাহবিচ্ছেদের তিন বছর পরেও একে অপরের নামে কুৎসা রটনায় ব্যস্ত। সম্প্রতি লায়বল ট্রায়ালের মধ্য দিয়ে যাচ্ছেন জনি। এক সংবাদমাধ্যম তাঁকে ‘ওয়াইফ বিটার’ বলায় তার সম্পাদকের বিরুদ্ধে নায়ক মামলা দায়ের করেন।

সেই ট্রায়ালকে কেন্দ্র করে ফের শুরু হয়েছে জলঘোলা। অ্যাম্বার একের পর এক নির্যাতনের অভিযোগ তুলে আনছেন জনির বিরুদ্ধে। তিনি বলেছেন, ‘জনি আমার দিকে যেভাবে বোতলের পর বোতল ছুড়ে মারছিল, মনে হচ্ছিল যেন গ্রেনেড ছুড়ছে।’ জনিও পাল্টা মারধরের অভিযোগ তুলেছেন তার সাবেক স্ত্রীর বিরুদ্ধে। প্রমাণস্বরূপ তিনি একটি রেকর্ডিং পেশ করেছেন। যেখানে অ্যাম্বার বলছেন, ‘আমি তোমাকে মারলেও সেভাবে কোনো আঘাত লাগেনি।’

জনি-অ্যাম্বারের ডেটিং পর্ব এতটাই রোম্যান্টিক ছিল যে, তা নিয়ে মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছিল। ২০১৫ সালে বিয়ে হয় তাদের। এক বছরের মধ্যেই অ্যাম্বার শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন। যদিও তখন পুলিশি তদন্তে কিছু প্রমাণ হয়নি। ২০১৭ সালে বিবাহবিচ্ছেদের মাধ্যমে দুজনের পথ আলাদা হয়ে যায়।

কিন্তু গোল বাধে যখন গত বছরের শেষে নিজের নির্যাতিত হওয়ার ঘটনা নিয়ে একটি জনপ্রিয় পত্রিকায় লেখেন অভিনেত্রী অ্যাম্বার। তার জন্য জনি ৫০ মিলিয়ন মার্কিন ডলারের মানহানির মামলা করেন অ্যাম্বারের বিরুদ্ধে। জেমস ফ্র্যাঙ্কো এবং এলন মাস্কের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক স্থাপন করেন অ্যাম্বার, এমন অভিযোগও করেন অভিনেতা।

এদিকে জনির আগের দুই প্রেমিকা উইনোনা রাইডার এবং ভেনেসা প্যারাডি জানান, অভিনেতা কোনো দিন তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেননি। তার ঠিক পরেই অ্যাম্বার বোতল ছোড়ার অভিযোগ আনেন। এই অভিযোগ, পাল্টা-অভিযোগের লড়াই আর কত কদর্য রূপ নেবে? প্রশ্ন দুই তারকার ভক্তদের।

ঢাকাটাইমস/২৪জুলাই/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিজিএফআই ট্যাক্সের টাকায় চলে, অথচ জবাবদিহিতা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী
শেষ হলো বিডিঅ্যাপস ইনোভেশন সামিট: চ্যাম্পিয়ন ডা. চাষী, রানারআপ চিঠি ডট মি
ইয়াবা দিয়ে ফাঁসিয়ে বরখাস্ত সিএমপির দুই পুলিশ
কৃষক লীগের কেন্দ্রীয় নেতা আব্দুর রশিদ বখতিয়ার গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা