বর্জ্যে মৃতপ্রায় তিতাস-বুড়ি নদী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২০, ১৪:১১
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরের তিতাস নদীতে প্রতিনিয়ত ফেলা হচ্ছে এলাকার সব বর্জ্য। দিনের পর দিন দূষণে মৃতপ্রায় এক সময়ের খরস্রোতা তিতাস নদী। প্রতিনিয়ত এসব বর্জ্য ফেলায় বিলীন হয়ে যাচ্ছে তিতাস নদীর শাখা নদী হিসেবে পরিচিত বুড়ি নদীটিও।স্থানীয়দের অভিযোগ, অনেক প্রতিবাদ করেও থামানো যাচ্ছে না প্রিয় নদীর দূষণ।

নবীনগর পৌরসভার পাশ দিয়ে বয়ে যাওয়া নদীগুলোর মধ্যে তিতাস ও বুড়ি নদী অন্যতম। এই দুই নদীকে কেন্দ্র করেই গুরুত্বপূর্ণ ব্যবসায়ীক স্থান হিসেবে গড়ে উঠেছে জায়গাটি।

সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন নিয়ম করেই পৌরসভার গাড়িতে করে ময়লা ফেলা হচ্ছে তিতাস ও বুড়ি নদীতে।এই ময়লা ফেলার কারণে নদী ভরাট হয়ে নদীর পাড় ঘিরে গড়ে উঠছে নতুন নতুন অবৈধ স্থাপনা।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষা মৌসুমে এক সময় যত দূর চোখ যেত এ নদীর বিস্তৃতি চোখে পড়ত। এখন নদীর পাড় ঘিরে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। এখন চারিদিকে শুধু দখল আর দখল। প্রতিদিন পৌসরভার সব ময়লা ফেলা হচ্ছে তিতাস নদীর পাড়ে। সেই বর্জ্য গিয়ে পড়ছে নদীতে।

নবীনগর পৌরসভার মেয়র এড. শিব শংকর দাশ বলেন, আমাদের পৌরসভার ড্রাম্পিং না থাকায় পৌর এলাকার মাঝিকাড়া ব্রীজের পাশে টিনের বেড়া দিয়ে ময়লা ফেলছিলাম। এখন চতুর্দিকে বন্য হওয়ায় সেই টিনের বেড়াগুলি হয়তো ভেসে গেছে।তাছাড়া যে জায়গায় ময়লা ফেলা হয়েছে সেখান থেকে নদী অনেক দূরে।

ঢাকাটাইমস/২৫জুলাই/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একদিনে চার মরদেহ উদ্ধার বুড়িগঙ্গা থেকে, দুই নারী–এক শিশু–এক পুরুষ
মুন্সিগঞ্জে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শন করলেন বিএনপির আব্দুস সালাম আজাদ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের নৈশভোজ
এক বছরে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল ব্যাপকভাবে বেড়েছে: জামান মোল্লা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা