গ্রিসের নাগরিকত্ব পেলেন টম হ্যাংকস দম্পতি

আনুষ্ঠানিকভাবে গ্রিসের নাগরিকত্ব পেলেন হলিউড অভিনেতা টম হ্যাংকস এবং তার স্ত্রী রিতা উইলসন। গ্রিসের প্রধানমন্ত্রী কাইরিয়াকোস মিটসোতাকিস নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছেন।
গ্রিক প্রধানমন্ত্রী ও তার স্ত্রী সম্প্রতি টম হ্যাংকস দম্পতির সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। গ্রিক সংলগ্ন এজিয়ান সাগরের প্যারোস দ্বীপে ওই ছবিটি তোলা হয়। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাংকস ও উইলসন এখন গর্বিত গ্রিক নাগরিক।’
টম হ্যাংকম দম্পতির সঙ্গে তাদের সন্তানরা গ্রিসের সম্মানসূচক নাগরিকত্ব পেয়েছেন। ২০১৮ সালের জুলাইয়ে গ্রিসের অ্যাথেন্স নগরীতে ভয়াবহ দাবানল প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মার্কিন এই তারকা পরিবারটিতে সম্মানিত করেছে গ্রিস। ওই দাবানলে ১০০ এর বেশি মানুষ মারা যান। সূত্র: বিবিসি
ঢাকাটাইমস/২৯জুলাই/এএইচ

মন্তব্য করুন