পুত্র সন্তানের বাবা হলেন হার্দিক

করোনা আবহে বাবা হলেন টিম ইন্ডিয়ার অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া৷ বৃহস্পতিবার তাঁর স্ত্রী তথা সার্বিয়ান মডেল নাতাশা স্ট্যানকোভিচ পুত্র সন্তানের জন্ম দেন৷ বাবা হওয়ার খবর নিজের অফিসিয়াল টুইটারে জানান হার্দিক৷
সদ্যজাত পুত্রের ছবি দিয়ে টুইটারে পোস্ট করেন ভারতীয় দলের এই ক্রিকেটার৷ যেখানে দেখা যাচ্ছে, সদ্যজাত পুত্রের আঙুল ধরে রয়েছেন হার্দিক৷ টুইটারে তিনি লেখেন, ‘ছেলে সন্তান পেয়ে আমরা খুবই আনন্দিত।’
গত মাসে স্ত্রী’র বেবি বাম্পের ছবি পোস্ট করে বাবা হওয়ার অগ্রিম আনন্দ উপভোগ করছিলেন এই ক্রিক-বলি দম্পতি৷ তাদের ফ্যানেদের উদ্যেশে তিনি লিখেছিলেন, ‘নাতাশা এবং আমি খুবই ভালো সময় কাটাচ্ছি এবং আমাদের সঙ্গ আরো ভালো হতে যাচ্ছে। খুব শ্রীঘ্রই নতুন একটি জীবন আমাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। জীবনের নতুন একটি ধাপ শুরু করার আগে আপনাদের আশীর্বাদ কামনা করছি।’
বাবা হওয়ার জন্য হার্দিককে ভারত বোর্ডের পক্ষ থেকে টুইটারে অভিনন্দন জানানো হয়। পান্ডিয়ার ছবি শেয়ার করে বোর্ডের তরফে টুইটারে লেখা হয়, ‘নাতাশা-হার্দিককে অভিনন্দন এবং উষ্ণ অভ্যর্থনা পান্ডিয়া জুনিয়রকে।’ অভিনন্দন জানিয়েছে হার্দিকের আইপিএল টিম মুম্বাই ইন্ডিয়ান্সও৷
এছাড়াও ভারতীয় দলের তার সতীর্থরাও হার্দিক অভিনন্দন জানিয়েছেন৷ টিম ইন্ডিয়ার বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ান হার্দিকের পোস্ট করা ছবি শেয়ার করে ধাওয়ান লেখেন, ‘ছেলে সন্তানের বাবা হওয়ায় বন্ধু হার্দিককে অভিনন্দন। নাতাশার জন্য ভালোবাসা রইলো। সবার সুস্থতা কামনা করছি।’
চলতি বছরের প্রথম দিন সার্বিয়ান মডেল তথা অভিনেত্রী স্ট্যানকোভিচের সঙ্গে এনগেজমেন্ট সেরে চমকে দিয়েছিলেন হার্দিক। ছয় মাস যেতে না-যেতেই আর একবার অনুরাগীদের চমকে দিয়েছিলেন ‘কফি উইথ করণ’র বিতর্কিত তারকা অল-রাউন্ডার। বেবি বাম্পে বগদত্তা নাতাসার সঙ্গে ছবি পোস্ট করে অনুরাগীদের বাবা হতে চলার খবর দিয়েছিলেন জাতীয় দলের প্রতিশ্রুতিমান অল-রাউন্ডার। এর এক মাসের মধ্যেই বাবা হলেন হার্দিক৷
(ঢাকাটাইমস/৩১ জুলাই/এআইএ)

মন্তব্য করুন