মাগুরার কোরবানির হাটে স্বাস্থ্যসম্মত পরিবেশ, বেড়েছে বিক্রি

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২০, ১৭:৪৫
অ- অ+

করোনা স্বাস্থবিধি মেনে মাগুরা পৌরসভার ইটখোলা এলাকায় বসেছে মডেল গরু-ছাগলের হাট। পৌরসভা ও ছাত্রলীগের স্বেচ্ছাসেবকের তত্ত্বাবধানে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিদিন বসছে কোরবানির এই হাট। শুক্রবার গভীর রাত পর্যন্ত এ হাটে বেচা-কেনা চলবে। স্বাস্থ্যসম্মত পরিবেশের কারণে এ হাটে পশু বিক্রি ভালো হচ্ছে বলে জানিয়েছে হাট কর্তৃপক্ষ।

শুক্রবার দুপুরে হাটে গিয়ে দেখা গেছে, সামাজিক দুরত্ব বজায় রেখে সেখানে পশু কেনা-বেচা করছেন ক্রেতা-বিক্রেতারা। হাটে বিভিন্ন স্থানে জাতীয় পতাকার আদলে বসানো হয়েছে পশু কেনা-বেচার নির্ধারিত সেড। এছাড়া স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্যানিটেশনের সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

হাট ইজারাদার নুরুল ইসলাম জানান, মাগুরা-১ আসনের সাংসদ সাইফুজ্জামান শিখরের নির্দেশনায় এ হাট পরিচালিত হচ্ছে। এখানে ক্রেতা-বিক্রেতারা সামাজিক দুরত্ব মেনে কেনা-বেচা করছে। স্বাস্থ্যঝুঁকি এড়াতে প্রতিনিয়ত মাইকে প্রচার চালানোর পাশাপাশি স্বেচ্ছাসেবকরা বিনামূল্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করছে। স্বাস্থ্যসম্মত পরিবেশের কারণে অনেক ক্রেতা এ হাটে আসছে তাদের পছন্দ মতো কোরবানির পশু কিনছে।

হাটে কোরবানির পশু কিনতে আসা মাগুরা সদরের ইছাখাদা গ্রামের আবু মিয়া বলেন,‘অতীতে এ ধরণের হাট জেলায় দেখা যায়নি। এখানে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছে। যা করোনা ঝুঁকি অনেকটাই কমিয়ে দিয়েছে।’

একই ধণের মন্তব্য করেছেন শহরের দোয়াড়পাড়ের গাজী ইমামসহ হাটে আসা ক্রেতা-বিক্রেতাসহ অন্যরা।

হাটের স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নাহিদ খান জানান, কোরবানির পশু কেনার জন্যে হাটে যাওয়াটা আমাদের ধর্মীয় সাংস্কৃতির একটি অংশ। কিন্তু করোনা পরিস্থিতিতে হাটে মানুষের সমাগমমে ব্যাপক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। তাই মডেল হাটে যাতে ক্রেতা-বিক্রেতাসহ সংশ্লিষ্টরা করোনা স্বাস্থ্যবিধি মেনে চলেন এ বিষয়ে নানা উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও জেলা ছাত্রলীগ। যার মধ্যে রয়েছে, সবাইকে মাস্ক পরিধানে বাধ্য করা, সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়ার ব্যবস্থা করা, হাটে একাধিক প্রবেশমুখ তৈরী করে সেখানে জীবানুনাশক টানেল স্থাপন এবং ক্রেতা-বিক্রেতাদের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিনামূল্যে বিতরণের ব্যবস্থা নেওয়া।

গোটা ব্যবস্থার তদারকিতে সাংসদ সাইফুজ্জামান শিখরসহ আরও যারা রয়েছেন- পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সৈয়দ ইমাম বাকেরসহ জেলা ছাত্রলীগের নেতারা। হাটের স্বাস্থ্যবিধির বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতা-বিক্রেতা ও হাট ইজারা নেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/৩১জুলাই/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা