বৈরুতে বোমা হামলা হয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৫ আগস্ট ২০২০, ১৯:৪১ | প্রকাশিত : ০৫ আগস্ট ২০২০, ১৯:১৯

বৈরুতের বিস্ফোরণ রাসায়নিক ভরতি গুদাম থেকে হয়েছে বলে লেবানন কতৃপক্ষ জানালেও এটি বোমা হামলা বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৈরুতের ওই বিস্ফোরণ ঘটনার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন জেনারেলের সঙ্গে এ বিষয়ে কথা বলেন বলেও জানিয়েছেন। ওই জেনারেলরা তার চেয়েও বৈরুত বিস্ফোরণের বিষয়ে বিশদ অবগত বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। খবর পলিটিকোর।

হোয়াইট হাউসে করোনাভাইরাস ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি কয়েকজন অভিজ্ঞ জেনারেলের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। তারা মনে করছে এটি একটি হামলা। এটি কোনো ধরনের রাসায়নিক বিস্ফোরণের ঘটনা ছিল না। আমার চেয়ে জেনারেলরা অধিক জানেন। আর তাদের মনে হয়েছে এই এক ধরনের বোমা।

ট্রাম্পের এই মন্তব্যের পর হোয়াইট হাউস বা মার্কিন প্রতিরক্ষা দপ্তর এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বৈরুতের এই ভয়াবহ বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়। তবে লেবাননের জাতীয় নিরাপত্তা প্রধান আব্বাস ইব্রাহিম বলেছেন, এটি রাসায়নিক উপাদানের বিস্ফোরণ। এসব উপাদান ভর্তি জাহাজ কয়কে বছর আগে আটক করা হয়েছিল।

বার্তা সংস্থা এপি ও রয়টার্সের খবরে বলা হয়েছে, লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা প্রধানের বক্তব্যে সমর্থন করে বলেছেন, এ্যামোনিয়াম নাইট্রেট ভর্তি জাহাজটি ২০১৪ সালে আটক করা হয়।

বিস্ফোরণটি ইচ্ছাকৃত ছিল কিনা তা লেবাননের কর্মকর্তারা না জানালেও লেবাননের রাষ্ট্রপতি মিশেল আউন বলেছিলেন যে এর পিছনে যারা রয়েছে তাদেরকে বিচার করা হবে।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ভয়াবহ বিস্ফোরণে শতাধিক নিহত এবং চার হাজারের বেশি লোক আহত হয়েছেন।

ঢাকা টাইমস/০৫আগস্ট/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

পুতিনের নিন্দায় পশ্চিমারা, সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি চীন-ভারতের

রাখাইনের আরেকটি শহর দখলে নিলো আরকান আর্মি

ইসরায়েলি হামলায় শীর্ষ ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তা নিহত

ধর্ষণের অভিযোগে আর্জেন্টিনার চার ফুটবলার আটক

হামাসের সিনিয়র সামরিক নেতা মারওয়ান ইসা মারা গেছেন, দাবি যুক্তরাষ্ট্রের

গাজায় ভোরে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২০ ফিলিস্তিনি

৪০ জিম্মির বিনিময়ে গাজায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৮

কলকাতায় নির্মাণাধীন ভবন ধসে নিহত ৪, ধ্বংসস্তুপের নিচে আটকা অনেকে

গাজার শিশুদের কান্না করার শক্তিও নেই: ইউনিসেফ

এই বিভাগের সব খবর

শিরোনাম :