৭২টি স্থাপনায় এডিসের লার্ভা, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২০, ১৮:২২
অ- অ+

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চলমান বিশেষ পরিচ্ছন্নতা অভিযান বা চিরুনি অভিযানের পঞ্চম দিনে আরও ৭২ স্থাপনায় এডিস মশার লার্ভা শনাক্ত হয়েছে। আর বাসা-বাড়ি, অফিস ও বিভিন্ন স্থাপনায় এডিসের লার্ভা পাওয়া যাওয়ায় স্থাপনা মালিকদের বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার অভিযানের পঞ্চম দিনে উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডে একযোগে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১২ হাজার ৯৯৬টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে মোট ৭২টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া আরও সাত হাজার ৯৩৪টি স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়।

বাসা-বাড়ি, অফিস ও বিভিন্ন স্থাপনায় এডিসের লার্ভা পাওয়া যাওয়ায় স্থাপনা মালিকদের ১৪টি মামলায় মোট এক লাখ ১৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

৮ আগস্ট থেকে শুরু হওয়া দশ দিনব্যাপী চিরুনি অভিযানের পাঁচ দিনে মোট ৬৫ হাজার ৮৬৬টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করেছে নগর কর্তৃপক্ষ। এরমধ্যে ৩৫৬টি স্থাপনায় এডিসের লার্ভা পাওয়া গেছে। আর জরিমানা আদায় হয়েছে চার লাখ ৪৪ হাজার টাকা।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/কারই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা