infostation welcome Banner

রাতে নাজমুল রনির ‘টু ইডিয়ট’

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২০, ১৬:২৪
অ- অ+

আজ মঙ্গলবার রাত ৯টায় নাগরিক টিভিতে প্রচার হবে একক নাটক ‘টু ইডিয়ট’। রুহুল আমিন পথিকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি। এন আর মিডিয়া প্রযোজিত নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া, সাব্বির আহমেদ, তমাল মাহবুব, সানজিদা ইসলাম আনিকা প্রমুখ।

এর গল্পে দেখা যাবে, রাশেদ ও রাকিব খুবই বোকা প্রকৃতির। দুজনেই গ্রাম থেকে টু’রে আসছে ঢাকায়। ঢাকায় এসেও ঘটায় নানা ঘটনা। এদিকে ঢাকায় আজমত খান একটি নাটকের শুটিং করছে ইউনিট নিয়ে। সেই নাটকে নায়িকাদের দুজন যুবকের সঙ্গে বিয়ে হবে। আজমত খান তার সহকারী পরিচালক রকেটকে পাঠায় দুজন যুবককে ধরে আনতে। রকেট দুজন যুবক খুঁজতে থাকে।

ভাগ্যবশত দেখা হয়ে যায় এই দুই বোকার সঙ্গে। রকেট রাশেদ ও রাকিবকে নিয়ে যায়। রাশেদ ও রাকিবকে দেখে ডিরেক্টর আজমত খান বলেন, নাটকে নায়িকাদের সঙ্গে তোমাদের বিয়ে হবে। রাকিব ও রাশেদ ভয় পায়। তারা দুজন যুক্তি করে বলে নাটকের বিয়ে দেয়ার কথা বলে যদি সত্যি সত্যি বিয়ে দেয়। এভাবেই নাটকটির গল্প এগিয়ে যাবে।

ঢাকাটাইমস/১৮আগস্ট/এসকেএস/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাগরের উত্তাল ঢেউয়ে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভাঙন
শুক্রবার গাজায় আরও ৮৯ নিহত, মোট মৃত্যু দাঁড়াল ৫৯ হাজার ৬৭৬
দেশে ভাইরাস জ্বরের প্রকোপ, প্রতিরোধের উপায়
গভীর নিম্নচাপে প্লাবিত উপকূল, ১৬ জেলায় জলোচ্ছ্বাস ও ভারী বর্ষণের শঙ্কা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা