ফরিদপুর থেকে আনসারুল্লাহর সদস্য গ্রেপ্তার

ফরিদপুর থেকে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম সালাহউদ্দিন (২৬)। তার গ্রামের বাড়ি ফরিদপুরের সালথা থানার রামকান্তপুর গ্রামে।
মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা থানার বিনুকদিয়া মাঝিকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে একটি মোবাইল ফোন ও নিষিদ্ধ জঙ্গি সংগঠনের চারটি বই উদ্ধার করা হয়েছে।
এন্টি টেররিজম ইউনিট সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মো. সালাহউদ্দিন ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন যাবত অনলাইনে প্রচারণা করে আসছিলেন। তিনি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে এন্টি টেররিজম ইউনিট।
(ঢাকাটাইমস/১৯আগস্ট/এএ/জেবি)

মন্তব্য করুন