হার্ট রেট ও ব্লাড প্রেসার পরিমাপ করা যাবে ফিচার ফোনে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০২০, ১০:০৯
অ- অ+

হার্ট রেট ও ব্লাড প্রেসার মাপার জন্য আর ডাক্তারের কাছে যেতে হবে না। ঘরে বসেই এসব পরিমাপ করতে পারবেন, যদি আপনার কাছে থাকে লাভার ফিচার ফোন। লাভা পালস ফোন দুইটি দিয়ে হার্ট রেট মনিটর এবং ব্লাড প্রেসার পরিমাপ করা যাবে।

ভারতে লাভার নতুন এই ফিচার ফোনের দাম ১৯৪৯ রুপি।

লাভা পালস ফোনে হার্ট রেট মনিটর এবং ব্লাড প্রেসার মনিটরের জন্য সেন্সর দেওয়া হয়েছে। এই সেন্সরে আঙ্গুল দিলেই আপনি হার্ট রেট ও ব্লাড প্রেসার জানতে পারবেন। যেটি পরবর্তীতে ডাক্তার কে দেখাতে পারবেন। এছাড়াও এই ফোনে পাবেন অনেকগুলো ভারতীয় ভাষার সাপোর্ট। এতে বাংলাও আছে।

লাভা পালস রোজ গোল্ড কালার অপশনে পাওয়া যাবে। ফোনটিতে ১,৮০০ এমএএইচ ব্যাটারি দেয়া হয়েছে। এই ব্যাটারি ৬ দিন পর্যন্ত ব্যাকআপ দেবে।

ডুয়েল সিমের এই ফোনে আছে ৩২ এমবি র‌্যাম। এই ফোনে ৫০০ কন্টাক্ট নম্বর ও ১০০ মেসেজ সেভ রাখা যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত। এই ফোনের ডিসপ্লে সাইজ ২.৪ ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে। এই ডিসপ্লের রেজুলেশন ২৪০ x ৩২০ পিক্সেল।

এছাড়াও লাভা পালস ফোনের আরেকটি আকর্ষণ ওয়্যারলেস এফএম রেডিও। চার্জিংয়ের জন্য এখানে মাইক্রো ইউএসবি পোর্ট আছে। এই ফোনের পরিমাপ ১২৪.৫x৫২x১২.৪৫ এমএম। এতে ৩.৫ হেডফোন জ্যাকও দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২২আগস্ট/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু
কিউইদের বিপক্ষে ‘এ’ দলের সহজ জয়
বঙ্গবন্ধু পরিষদের নেতার কাছে চাঁদা দাবি: কলাবাগান থানার ওসি-এসআই প্রত্যাহার
হারিয়ে যাওয়া ২১টি মোবাইল প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো গেন্ডারিয়া থানা পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা