সিজন্স প্লে’র মডেল তনামি

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২০, ০৮:৫৭
অ- অ+

এ প্রজন্মের মডেল-অভিনয়শিল্পী তনামি হক। একাধারে কাজ করছেন মিউজিক ভিডিও, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে। এরই মধ্যে তনামি দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ এবং জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না।’ ছবি দুটিতিই প্রধান ভূমিতায় রয়েছেন আলোচিত জুটি শাকিব খান ও শবনম বুবলী।

তবে করোনাভাইরাসের কারণে অন্য সবার মতো তনামিও গত কয়েক মাস ছিলেন কাজের বাইরে। সেই বিরতি কাটিয়ে ফিরেছেন তিনি। ফিরেই দেশ-বিদেশি পোশাক ব্র্যান্ড সিজন্স প্লে’র মডেল হলেন। সম্প্রতি আনুষ্ঠানিক ভাবে সিজন্স প্লে’র শুভ সূচনা হয় মিরপুরে। প্রতিষ্ঠানটির এই যাত্রাকালে প্রথম মডেল হলেন তনামি।

সিজন্স প্লে’র কর্ণধার আলাউদ্দিন মল্লিক জানান, ‘গত বুধবার আমাদের প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে। প্রথমদিকে আমরা নারীদের থ্রি পিস, টপস এবং টি-শার্ট কালেকশন রেখেছি। ভবিষ্যতে পুরুষ এবং বাচ্চাদের কালেকশন যুক্ত হবে।’

মডেল তনামি বলেন, ‘প্রথমবার কোনও ব্র্যান্ডের মডেল হলাম। মজার বিষয় হচ্ছে, তাদের শুভ সূচনায় আমাকে পছন্দ করেছে। মেকআপ ছাড়াই ফটোশুটে অংশ নিয়েছিলাম। তারা আমার কাজে খুবই সন্তুষ্ট। তাদের পরবর্তী কাজেও আমাকে রাখার আগ্রহ প্রকাশ করেছে।’

এর পাশাপাশি খুব শিগগির দুটি নাটকের কাজ শুরু করবেন বলেও জানান তনামি। নতুন একটি চলচ্চিত্রের ব্যাপারেও কথা হচ্ছে। তিনি বলেন, ‘ব্যাটে বলে মিলে গেলেই কাজটি করব।’

এদিকে লকডাউনের আগে কলকাতার একটি ছবিতে অভিনয় করার কথা ছিল তনামির। কিন্তু করোনার কারণে থমকে যায় সে ছবির কাজ। পরিস্থিতি স্বাভাবিক হলে কলকাতার সেই ছবিটিতে নায়িকা চুক্তিবদ্ধ হবেন।

ঢাকাটাইমস/২৫আগস্ট/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ ৩ জনের মৃত্যু
এপ্রিলে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ উত্তরা, থানা উত্তরা পশ্চিম
ঐকমত‍্য কমিশনের কাজের অগ্রগতি এখনো অস্পষ্ট: এবি পার্টি 
নিষিদ্ধ দলের কার্যক্রম ও নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা