ক্রিকেটে ফিরতে প্রস্তুত সাদমান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২০, ২১:০৯
অ- অ+

আঙ্গুলে অস্ত্রোপচারের পর পুরো ফিটনেস ফিরে পেয়েছেন বলে মনে করেন, বাংলাদেশের টেস্ট ওপেনার সাদমান ইসলাম অনিক। ইনজুরি তাকে ক্রিকেট থেকে দূরে রেখেছিল। এখন তিনি ক্রিকেটে ফিরতে প্রস্তুত।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে সাদমান বলেন, ‘ব্যক্তিগত অনুশীলনের জন্য মাঠে ফিরে আসার পর আমি ভয় পেয়েছিলাম, ক্রিকেট বলে আমি ব্যাট করতে পারবো কিনা। কিন্তু পরে আমি ব্যাটিং শুরু করলাম, আর বুঝতে পারলাম, কোনো ব্যাথা নেই এবং ধীরে ধীরে ব্যাট ধরার শক্তিও আমি পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘আগামীতে সিরিজ আছে এবং ঘরোয়া ক্রিকেট শুরু হতে পারে। তাই আমি আবারো ক্রিকেট খেলতে প্রস্তুত হচ্ছি। আমি ভালো অনুভব করছি এবং এখন ফিট আছি।’

অস্ট্রেলিয়ায় হাতে আঙ্গুলের অস্ত্রোপচার করেন সাদমান। সার্জারি শেষে দেশে ফিরেই করোনাভাইরাসের কারণে লকডাউনের মধ্যে পড়ে যান এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুনর্বাসন শুরু করেন তিনি।

সাদমান বলেন, ‘সব সময় বাড়িতে থাকাটা সত্যিই অনেক কঠিন ছিল। তখন আমি নিজেকে বলতে থাকি, পরিস্থিতি স্বাভাবিক হলেও, আমি ইনজুরির কারণে খেলতে পারি না। নিজেকে উৎসাহ দিতে আমার নিজের ব্যাটিং ভিডিওগুলো দেখেছি। পুনর্বাসন শেষে আমি ব্যাটিং শ্যাডো অনুশীলন করি।’

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় সাদমানের। ওই টেস্ট দিয়ে ক্রিজে টিকে থাকার পারফরম্যান্স প্রদর্শন করেন তিনি, একজন টেস্ট ওপেনার যা গুণ থাকা প্রয়োজন। এমন পারফরম্যান্সের কারণে নির্বাচকরা তাকে দলে রেখেছিলেন।

সাদমান বলেন, ‘আমি যাতে কৌঁশলগত উন্নতি করতে পারি, তাই আমার ভুলগুলো সংশোধন করার চেষ্টা করেছি। আমার কৌঁশলের উন্নতির জন্য সে সময় গুরুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচগুলো আমি দেখেছি।’

(ঢাকাটাইমস/২৬ আগস্ট/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় বিধ্বস্ত বিমানের পাইলট নিখোঁজ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগে অনিয়ম, দুদকের অভিযান
বিমান বিধ্বস্ত/ উত্তরায় বিজিবি মোতায়েন
উত্তরায় বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা