যেসব রাশির লোকেরা সম্পর্কে থেকেও অন্যের প্রেমে পড়েন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ৩০ আগস্ট ২০২০, ১০:০৬| আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১১:০৯
অ- অ+

সম্পর্কের জন্য মানুষ এমন কারো খোঁজ করেন যিনি তাকেই ভালোবাসবেন। তার কথা ভাববেন। যাকে তিনি সম্পূর্ণ বিশ্বাস করতে পারবেন। তবে এমন কারো খোঁজ সবাই নাও পেতে পারেন। জ্যোতিষশাস্ত্রের মতেও এমন অনেক রাশির মানুষ রয়েছেন, যারা সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়েন৷ সম্পর্কে থেকেও অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন তারা। চলুন সেসব রাশি সম্পর্কে জেনে নিই-

মিথুন

সম্পর্কের ক্ষেত্রে মিথুন রাশির জাতকরা কোনো সিদ্ধান্তে আসতে বেশ সমস্যায় পড়েন৷ কমিটমেন্ট দেওয়ার ব্যাপারে সমস্যায় পড়েন৷ কারণ জীবনে আনন্দ এবং থ্রিল ব্যাপারটা বেশ পছন্দ করেন তারা৷ প্রেমিক বা প্রেমিকার কাছে সেটা না পেলে সহজেই অন্যের প্রতি আকৃষ্ট হন তারা৷

তুলা

তুলা রাশির জাতক-জাতিকারা সব কিছু মানিয়ে নিতে বাকিদের তুলনায় খুব তাড়াতাড়ি পারেন৷ কিন্তু ‘ফ্লার্ট’ করার ব্যাপারে তাদের জুড়ি মেলা ভার৷ অনেক ধরনের মানুষদের সঙ্গে মেলামেশা করতে তারা ভালোবাসেন৷ তাই যে কারোর প্রতিই তারা যেকোনো সময় আকৃষ্ট হতে পারেন৷ কোনো সম্পর্কে থাকার পরও এটি হতে পারে। শুরু শুরুতে সেটা নিয়ে খুব একটা চিন্তার বিষয় না থাকলেও৷ সম্পর্ক অন্য কারোর সঙ্গে গভীর হয়ে গেলে সমস্যা৷

সিংহ

সিংহ রাশির জাতকরা সহজেই অন্যের প্রতি আকৃষ্ট হন৷ নিজেদের পছন্দ মতো কাউকে পেলে চলতি সম্পর্কের ‘কমিটমেন্ট’ তারা ভুলে যেতে পারেন৷ এই রাশির জাতকরা জীবনে অনেক উন্নতি করার পাশাপাশি নিজেকে বাকিদের তুলনায় সেরা মনে করেন৷ এই সমস্যার জন্য অনেকসময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন তারা ৷

ধনু

ধনু রাশির জাতকদেরও এই সমস্যা রয়েছে৷ কোনো সম্পর্কে থাকাকালীন অন্য কারোর প্রতি সহজেই আকৃষ্ট হন তারা৷ এই রাশির মানুষদের মন অনেক বেশি ‘অ্যাডভেঞ্চারাস’৷ সহজে একজায়গায় টিকিয়ে রাখার মতো নয় ৷ যদি রিলেশনশিপে সন্তুষ্ট না হয় তারা৷ তাহলে আরও কাউকে খুঁজতে থাকেন৷ তবে নিজেদের বক্তব্যে অনেক বেশি সততা বজায় রাখেন তারা৷ কোনো কিছু লুকিয়ে রাখতে তারা পছন্দ করেন না।

মীন

মীন রাশির মানুষরা সাদাসিধে হয়৷ বিশেষত রিলেশনশিপের ক্ষেত্রে৷ কিন্তু যদি তারা দেখেন, প্রেমিক বা প্রেমিকা তাকে যথাযথ সম্মান এবং ভালোবাসা দিচ্ছেন না৷ তাহলে সেই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতেও খুব বেশি সময় লাগে না তাদের৷

ঢাকা টাইমস/৩০আগস্ট/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা