‘মসজিদে বিস্ফোরণে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কি না দেখতে হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৫| আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৭
অ- অ+

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণের ঘটনার পেছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে কি না তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদ। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেয়ার জন্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার দুপুরে জাতীয় সংসদের নবম অধিবেশনের শুরুর দিনে শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।

প্রয়াত কয়েকজন সংসদ সদস্যের পাশাপাশি গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতদের স্মরণেও শোক প্রস্তাব আনা হয় সংসদে।

শোক প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে হারুন অর রশিদ বলেন, ‘নারায়ণগঞ্জ বিস্ফোরণে ‘এসির’ কথাটি সংশোধনের অনুরোধ করবো। কারণ মাগরিবের নামাজ থেকে এশার নামাজের সময়ের ব্যবধান মাত্র দেড় ঘণ্টা। তাই এই সময়ে গ্যাস চেম্বার হওয়ার সুযোগ কম। আমি দাবি জানাচ্ছি, বাংলাদেশ সেনাবাহিনী এবং র‌্যাবের বোম বিশেষজ্ঞ টিম দিয়ে তদন্ত করা হোক। এবং এর পেছনে দায়ীদের খুঁজে বের করা হোক।’

বিএনপির সাংসদ বলেন, ‘এটাকে ছোটভাবে না দেখার অনুরোধ করছি। বিষয়টিকে গুরুত্ব দিতে বলবো। যারা বিশেষজ্ঞ আছেন তাদের নিয়ে কাজ করতে হবে। এর পেছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি।’

শোক প্রস্তাবে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদের নাম সংযোজন করতে অনুরোধ জানান হারুন অর রশিদ। বলেন, ‘এই হত্যাকাণ্ডটি এই সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা। মেজর সিনহার জীবন বৃত্তান্তও সংসদের আজকের শোক প্রস্তাবে যুক্ত করার দাবি জানাচ্ছি। এই ঘটনায় জাতি শোক প্রকাশ করেছে। তাই এই বিষয়টি সংসদের শোক প্রকাশ তালিকায় স্থান দেয়া উচিত।’

(ঢাকাটাইমস/০৬সেপ্টেম্বর/এআর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপিকে জনসমক্ষে হেয় প্রতিপন্ন করতে একটি মহল মিশন নিয়ে নেমেছে: জামাল কামাল মোল্লা
সর্ষের তেলে রান্না করলে কি হার্টের ঝুঁকি বাড়ে?—বিশেষজ্ঞরা বলছেন যা
জামায়াতের সমাবেশে নেতাকর্মী পরিবহনে তিন জোড়া স্পেশাল ট্রেন চালাবে রেলওয়ে
সাপাহারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ম্যাংগো ফেস্টিভ্যাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা