ফরিদপুর জেলা প্রশাসনের দুই কর্মকর্তার বদলি ও পদায়ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৬| আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৭

ফরিদপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) মো. মনিরুজ্জামানকে একই পদে গাজীপুর জেলা প্রশাসনে বদলি করা হয়েছে। এছাড়া ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রোকসানা রহমানকে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. নাজমা নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে ।
(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/ইএস)

মন্তব্য করুন