চট্টগ্রামে মা-ছেলে খুনের প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২০, ১২:১৯| আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১২:৩৭
অ- অ+
হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ

চট্টগ্রামে মা-ছেলে হত্যা মামলার আসামি ফারুককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন।

গত ২৪ আগস্ট নগরীর পুরাতন চান্দগাঁও রমজান আলী সেরেস্তাদারের নিজ বাসায় খুন হন গুলনাহার বেগম (৩৩) ও তার ছেলে রিফাত (৯)। গুলনাহার বেগম তার মেয়ে ময়ুরী ও রিফাতকে নিয়ে বসবাস করে আসছিলেন।

গুলনাহার বেগম ও রিফাত হত্যাকাণ্ডের পেছনে ফারুককে সন্দেহ করে আসছিল ময়ুরী। ফারুক গুলনাহার বেগমের ‘পাতানো ভাই’ বলে জানিয়েছিল ময়ুরী। অভিযুক্ত ফারুক বহদ্দারহাট খাজা রোডের বাসিন্দা। তিনি বহদ্দারহাটে একটি দোকান চালাতেন।

হত্যাকাণ্ডের শিকার গুলনাহার বেগমের মেয়ে ময়ুরী বলেন, আমার মাকে বোন ডেকেছিল ফারুক। সে আমাদের বাসায় আসা-যাওয়া করতো। পাঁচ বছর ধরে ফারুকের সঙ্গে আমাদের পরিচয়। কিছুদিন আগে ফারুকের সঙ্গে আমার মায়ের ঝগড়া হয়। তারপর থেকে আমার মায়ের ওপর ক্ষিপ্ত ছিল ফারুক। ফারুকই আমার মা ও ভাইকে খুন করেছে।

ঢাকাটাইমস/০১অক্টোবর/কেআর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাস্থ্যে ফ্যাসিবাদীর দোসররা চান না মানুষের সেবা নিশ্চিত হোক: ডা. রফিক
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন জাহাঙ্গীর কবির
১২ দলীয় জোট কোনো প্রার্থিতা ঘোষণা করেনি: জামাল হায়দার
এখন বিদ্যুৎ বিল দেয়া যাচ্ছে বিকাশ মার্চেন্ট পয়েন্ট থেকেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা