শৈলকুপায় প্রতিপক্ষের বল্লমের আঘাতে নারীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২০, ১৮:২৮| আপডেট : ১২ অক্টোবর ২০২০, ১৮:৩১
অ- অ+

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটবাড়িয়া গ্রামে প্রতিপক্ষের বল্লমের আঘাতে সুফিয়া খাতুন (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার সকালে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভাটবাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ভাঙচুর করা হয়েছে পাঁচটি বাড়ি-ঘর। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহতের স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে সারুটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন ও গত নির্বাচনে পরাজিত চেয়ারম্যান জুলফিকার কাইসার টিপুর সমর্থকদের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে টিপুর সমর্থক জালাল উদ্দিনের বাড়িতে ঢাল, শরকি, রামদা লাঠিসোটা নিয়ে হামলা চালায় মামুনের সমর্থক আফজাল বিশ্বাসের লোকজন। এসময় জালাল উদ্দিনের স্ত্রী সুফিয়া বেগম ছেলেদের বাঁচাতে বাঁধা দিলে হামলাকারীদের বল্লমের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুফিয়া বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসাপাতালের মর্গে পাঠিয়েছে। এছাড়া এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/১২অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের ৭টি অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভোলায় সন্তানের গলায় অস্ত্র ধরে গৃহবধূকে ‘ধর্ষণ’
গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৭৪ ফিলিস্তিনি নিহত
Blending the Education with Nature
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা