সাতক্ষীরায় চার খুনের ঘটনায় আটক রেহানুল রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২০, ১৫:৩৯
অ- অ+

সাতক্ষীরা কলারোয়ায় একই পরিবারের চারজনকে হত্যায় অভিযুক্ত রায়হানুর রহমান রেহানুলকে গ্রেপ্তারের পর রিমান্ডে পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রেহানুল নিহত গৃহকর্তা শাহিনুরের ছোটভাই।

শনিবার সাতক্ষীরার কলারোয়া থেকে রেহানুলকে গ্রেপ্তার করা হয়। রবিবার তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে সিআইডি। তাকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর ঘটনাটির রহস্য উদঘাটিত হতে পারে বলে আশা করছে তদন্ত সংস্থাটি।

দুপুরে সিআইডির সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত রেহানুর রহমান ওরফে রেহানুলের বাড়ি কলারোয়া থানার খলসি গ্রামে। তিনি স্ত্রী ও দুই সন্তানসহ নিহত শাহিনুরের ছোটভাই।

বৃহস্পতিবার ভোররাতে সাতক্ষীরার কলারোয়ার খলসি গ্রামে শাহিনুর রহমান, তার স্ত্রী সাবিনা খাতুন, ছেলে মাহি ও মেয়ে তাসনিমকে গলাকেটে হত্যা করা হয়। তবে ভাগ্যক্রমে বেঁচে যায় তাদের চার মাস বয়সী শিশুকন্যা মারিয়া।

বৃহস্পতিবার রাতেই শাহিনুলের শ্বাশুড়ি ময়না খাতুন বাদী হয়ে কলারোয়া থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডিতে।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় বিমান দুর্ঘটনায় নিখোঁজ শিশু রাইসাকে খুঁজছে তার পরিবার
মাইলস্টোন ট্র্যাজেডি: আহত শিশুদের চিকিৎসায় প্রয়োজনে সিঙ্গাপুর পাঠানো হবে
ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাজ্য, ফ্রান্সসহ ২৩ দেশের যুদ্ধ বন্ধের কড়া বিবৃতি
চাঁদপুরে মাদকসহ তিন কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা