এবার যশোরে বন্দী কিশোরের আত্মহত্যার চেষ্টা

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২০, ২১:০৯| আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২১:১৯
অ- অ+

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ফের আরেকজন বন্দী কিশোর আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। এই কিশোর আবির হোসেন রানা (১৩) ভোলার বোরহানউদ্দীন উপজেলার টবগী গ্রামের নয়ন হোসেনের ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম জানিয়েছেন, শিশু হাসপাতালের ৫০ ডরমেটরির দ্বিতীয় তলায় থাকে রানা। সোমবার বিকাল পৌনে ৫টার দিকে বাধরুমের দরজার সঙ্গে ফাঁস লাগিয়ে রানা আত্মহত্যার চেষ্টা করে।

পরে সেখানে থাকা অন্য বন্দীরা দেখে তাকে উদ্ধার করে এবং কেন্দ্রের কর্মকর্তাদের জানায়। এরপর তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। একটি চুরির মামলায় সহযোগী হিসেবে আটক হয়ে রানা গত ১৯ আগস্ট থেকে যশোরের পুলেরহাটের শিশু উন্নয়ন কেন্দ্রে আসে।

এর আগে সাকিব নামে এক বন্দি কিশোর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকেও উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল হক 
লাশ নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল দুজনের
ক্ষমতাকে নিজেদের করে রাখতে নির্বাচনকে পেছানোর পাঁয়তারা করছে একটি দল: নীরব
তিন ম্যাচ জিতে এশিয়া কাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা