মা হারালেন অভিনেত্রী শ্রাবন্তী

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২০, ০৮:৩১
অ- অ+

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর মা মাহমুদা সুলতানা মারা গেছেন। সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে বগুড়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

শ্রাবন্তীর ঘনিষ্ঠজন জনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সম্প্রতি মাহমুদা সুলতানা অসুস্থ হলে তাকে বগুড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল গভীর রাতে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। মঙ্গলবার শ্রাবন্তীদের গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হবে।

কয়েকদিন আগে শ্রাবন্তী জানিয়েছিলেন, অনেকদিন ধরেই তার মা লিভার সিরোসিস ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই খবর পাওয়ার পর ৯ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে দেশে আসেন তিনি। এরপর ছুটে যান বগুড়ায়। মৃত্যুর আগ পর্যন্ত মায়ের পাশেই ছিলেন শ্রাবন্তী।

ঢাকাটাইমস/২০অক্টোবর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধামরাই কি আমাদের মনোজাগতিক পঁচনকেই দৃশ্যমান করল?
কারবালার নৃশংস ঘটনা: নেপথ্যে কারা?
৪৪তম বিসিএস: পররাষ্ট্র ক্যাডারে প্রথম হলেন ডা. শামীম শাহরিয়ার
ইতিহাসে তাৎপর্যময় ১০ মহররম, যা ঘটেছে যা ঘটবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা