শালবন রক্ষার দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও), ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২০, ১৪:০২| আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৪:২৯
অ- অ+

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে ঐতিহাসিক সরকারি শালবন রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত সোমবার শেষ বিকালে পৌর শহরের মুক্তা মার্কেটের সামনে পাকা সড়কে এ মানববন্ধন হয়।

এসময় বক্তারা প্রশাসনের প্রতি দীর্ঘদিন ধরে গাছচোর কর্তৃক শালবনের গাছ কেটে নেওয়া ও শালবনের জমি দখলকারী ভূমিদস্যুদের হাত থেকে বনকে রক্ষার দাবি জানান।

জাতীয় মানবাধিকার সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় মানবাধিকার সমিতি জেলা শাখার সদস্য সচিব তামিম হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহাগ আলি, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নওরোজ কাউসার কানন, যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী, মানবাধিকার সমিতির যুগ্ম আহ্বায়ক হারুন উর রশিদ ও জাহেদুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিব ডন, ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম ও ফারাজুল ইসলাম, দিশারী স্বেচ্ছাসেবক সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব আদনান, ঠাকুরগাঁও চিরন্তন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম প্রমুখ।

প্রসঙ্গত, ১৮ দশমিক ৩৫ একর আয়তনের শালবনের অধিকাংশ জমিই বর্তমানে ভূমি দখলকারীদের দ্বারা দখল হয়ে গেছে। এদিকে শালবনের প্রায় ৩ হাজার ৭০০টি শালগাছের মধ্যে বর্তমানে মাত্র ৩০০টির মতো গাছ টিকে আছে।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ জায়গায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে: আসিফ মাহমুদ 
আ.লীগ সরকারের করা বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব: দুদক চেয়ারম্যান 
ক্ষতিগ্রস্ত তিন রিকশা চালককে ৫০ হাজার টাকা করে অনুদান ডিএনসিসির, চাকরির প্রতিশ্রুতি
তারেক রহমানের নির্দেশনায় জাবিতে শিক্ষার্থীদের ফ্রি হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা