আটকের ভয়ে নদীতে ঝাঁপ, নিখোঁজ জেলের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২০, ১৮:৫৯
অ- অ+

বরিশালের মেহেন্দিগঞ্জের তেতুলিয়া নদীতে মা ইলিশ শিকাররত স্প্রিড বোট দেখে নদীতে ঝাঁপ দেয়া জেলের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার একদিন পর বুধবার নিখোঁজ জেলে দুলালের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের চরমাইশা গ্রামের আবুল হোসেন কাজীর ছেলে।

মেহেন্দিগঞ্জ থানার ওসি আবিদুর রহমান জানান, মঙ্গলবার সকালে তেঁতুলিয়া নদীতে মাছ শিকারে ছিল দুলাল। এ সময় স্পিড বোট দেখতে পায় তারা। ওই স্প্রিড বোট ইলিশ শিকার রোধে অভিযান ভেবে নদীতে ঝাঁপ দেয় দুলাল ও তার সহযোগী আবুল হোসেন। এ সময় আবুল হোসেন সাঁতরে তীরে উঠলেও দুলাল নিখোঁজ হয়। এরপর বুধবার দুপুরে আলিমাবাদ ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে দুলালের লাশ উদ্ধার করা হয়।

উদ্ধার লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা